প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান শিবিরে তৎপরতা
১০ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবিলিকান দল থেকে প্রার্থীদের প্রতিযোগিতা বা প্রাইমারি নির্বাচনে গতি পাচ্ছে। হোয়াইট হাউসের স্বপ্ন দেখছেন যেসব প্রার্থী তারা আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার রাজ্যে বিভিন্ন ইভেন্টে সময় দিচ্ছেন। আগামী বছর এই দুটি রাজ্য থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্তিস নাশভিলে মিউজিক সিটি সেন্টারে আগামী শনিবার কমপক্ষে ১৫০০ রিপাবলিকানের উদ্দেশে ভাষণ দেবেন। তার কয়েক সপ্তাহ পরে সাবেক প্রেসিডেন্ট ও দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডনাল্ড ট্রাম্প আলাবামায় প্রচারণা চালাবেন। এর মধ্য দিয়ে রিপাবলিকান দল থেকে প্রার্থিতা নির্ধারণের প্রাইমারি লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ খবর দিয়ে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, রিপাবলিকান দল থেকে এখন পর্যন্ত ফ্রন্টরানার ডনাল্ড ট্রাম্প ও রন ডি’স্যান্তিস। রিপাবলিকানদের এই প্রতিযোগিতায় যেসব রাজ্য ভাগ্য নির্ধারণ করে তারা সেখানকার ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। গত মাসে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যালিফোর্নিয়াতে বড় বড় সব র্যালি এবং অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই দুই শক্ত প্রার্থী। এমনও হয়েছে, একই দিনে একই রাজ্যে অনুষ্ঠান করেছেন দু’জনেই। তারা রিপাবলিকান অন্য প্রার্থীদের তুলনায় টিনেসি এবং আলাবামা রাজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। এই দুটি রাজ্যে সুপার টুয়েসডে নির্বাচন হবে। তখন যে প্রার্থী সবচেয়ে বেশি সংখ্যক ডেলিগেট পাবেন তিনিই প্রাইমারি চক্রে একদিনে আধিপত্য বিস্তার করবেন। নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ট্রাম্প এবং ডি’স্যান্তিস লাখ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান নেতারা বলছেন, এটা হলো একটা স্মার্ট কৌশল। টিনেসিতে রিপাবলিকান দলের চেয়ারম্যান স্কট গোল্ডেন। তার রাজ্যে প্রাইমারির আগাম ভোট শুরু হবে মধ্য ফেব্রুয়ারিতে। তিনি বলেছেন, সবার দৃষ্টি এখন আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য সুপার টুয়েসডে হলো আগামী বছর ৫ই মার্চ। আওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে ভোটের পরই ক্যালিফোর্নিয়া, টেক্সাস থেকে ম্যাচাচুসেটস, মাইনে’র বিভিন্ন এলাকায় এদিন ১৪টি প্রাইমারি নির্বাচন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া