ভারতীয় মুসলিমদের দুর্দশা : আল জাজিরার ডকুমেন্টারিতে 'না' আদালতের
১৫ জুন ২০২৩, ০৯:৪২ এএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ০৯:৪২ এএম
চলতি বছরের শুরুতেই গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল ব্রিটেনের বিবিসি। ওই ডকুমেন্টারি আবার ভারতে 'নিষিদ্ধ' করেছিল ভারতের বিজেপি সরকার। ওই বিতর্কের স্মৃতি এখনো পুরোপুরি মুছে যায়নি মানুষের মন থেকে। এরই মধ্যে ফের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ডকুমেন্টারি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় মুসলিমদের নিয়ে সম্প্রতি একটি ডকুমেন্টারি তৈরি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এই সংবাদমাধ্যমের ডকুমেন্টারি প্রদর্শনে এবার বাধা দিলো এলাহাবাদ হাই কোর্ট। ভারতের মুসলিমদের 'দুর্দশা' নিয়ে বানানো এই ডকুমেন্টারি প্রদর্শনের বিরোধিতায় একটি জনস্বার্থ মামলা হয়েছিল উচ্চ আদালতে। সেই মামলার প্রেক্ষাপটেই আপাতত এই ডকুমেন্টারি প্রদর্শন মানা করেছে আদালত। দায়ের করা মামলার শুনানি পর্যন্ত এই 'নিষেধাজ্ঞা' জারি থাকবে। যদিও ডকুমেন্টারিটাকে সরাসরি 'নিষিদ্ধ' করেনি আদালত।
জানা গেছে, আল-জাজিরার ডকুমেন্টারিটার নাম - 'ইন্ডিয়া... হু লিট দ্য ফিউজ?' এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি অশুতোষ শ্রীবাস্তবের পর্যবেক্ষণ, এই ডকুমেন্টারিটা দেখানো হলে তার 'ফল ভালো হবে না'। এই আবহে সরকারকে এই ডকুমেন্টারির বিষয়বস্তু খতিয়ে দেখতে বলেছে হাইকোর্ট। এই তার আগে যাতে এই তথ্যচিত্রটি কোনোভাবেই ভারতে প্রদর্শিত না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। ভারতের সামাজিক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
রিপোর্ট অনুযায়ী, আল-জাজিরার 'ইন্ডিয়া... হু লিট দ্য ফিউজ?' নামক তথ্যচিত্রটির প্রদর্শনী আটকাতে জনস্বার্থ মামলা করেন সুধীর কুমার নামক এক 'সমাজসেবক'। তার যুক্তি, এই তথ্যচিত্র প্রদর্শিত হলে দেশের দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির আবহাওয়া নষ্ট হবে। ভারতের ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। তাছাড়া এই ডকুমেন্টারির জেরে দেশ অশান্তি ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মামলাকারী।
নিজের আবেদনে মামলাকারী দাবি করেছেন, তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে ডকুমেন্টারিতে ভারতের মুসলিমদের অবস্থা দেখানো হয়েছে। তথ্যচিত্রে নাকি দাবি করা হয়েছে ভারতে মুসলিমরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তবে মামলাকারীর দাবি, তথ্যচিত্রে দেখানো বিষয়বল্তুর সাথে বাস্তবের কোনো মিল নেই।
এদিকে এই মামলায় কেন্দ্রীয় সরকারের তরফের আইনজীবী মামলাকারীর বিরোধিতা করেননি। এদিকে মামলাকারী দাবি করেন, এই তথ্যচিত্রটি ভারতে দেখানোর জন্য প্রয়োজনীয় অনুমোদন বা সার্টিফিকেট নেয়নি আল-জাজিরা। মামলাকারীর এই দাবি মেনে নেয় সরকারপক্ষের আইনজীবী।
এদিকে মামলার শুনানিতে আল-জাজিরার পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। এই আবহে আবেদনকারীকে আদালত নির্দেশ দেয়, যাত তিনি ৪৮ ঘণ্টার মধ্যে আল-জাজিরাকে নোটিশ পাঠিয়ে এই মামলার পক্ষ হতে বলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল