মাত্র ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্পে কাঁপল রাজস্থান, দেখুন বিভীষিকার মুহূর্তের ভিডিও
২১ জুলাই ২০২৩, ০১:০৪ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২৩, ০১:০৪ পিএম
শুক্রবার ভোরের আলো ফোটার আগেই পর পর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজস্থান। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিন তিনবার কম্পন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে জয়পুরে। দিন শুরুর অপেক্ষায় সবেমাত্র আড়মোড়া ভেঙেছিল জয়পুর। তার মধ্যেই একের পর এক কম্পন। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অধিকাংশ মানুষ। সিসিটিভি ফুটেছে ধরা পড়ে সেই মুহূর্তের দৃশ্য। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভয়াবহ কম্পনের মুহূর্ত দেখে আঁতকে উঠছেন সকলেই।
ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তথ্য অনুযায়ী, আধঘণ্টার মধ্যে পর পর কম্পন অনুভূত হয় রাজস্থানের জয়পুরে। স্থানীয় সময় ভোর ৪টা বেজে ৯ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। সে সময় রিখটাল স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। উৎসস্থল ছিল জয়পুর এলাকার ১০ কিলোমিটারের গভীরে। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ঠিক ৪টা বেজে ২২ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। এটির উৎসস্থল ছিল জয়পুরের ৫ কিলোমিটার গভীরে। এরপর তৃতীয় কম্পনটি অনুভূত হয় ৪টা বেজে ২৫ মিনিটে। সে সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। এটিও অনুভূত হয় জয়পুরে। উৎসস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে পর পর এ ভাবে কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন জয়পুরবাসী। নিজেদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন বহু মানুষ। ভূমিকম্পের মুহূর্তগুলিতে ঘরের আসবাবপত্র, আলো-পাখা কেঁপে ওঠার ভিডিও শেয়ার করেছেন অনেকেই। সংবাদসংস্থার একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে ভূমিকম্পের ওই মুহূর্তে রাস্তার আলোগুলি কেঁপে ওঠে। সেটিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও ভূমিকম্প অনুভূব করার অভিজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জয়পুরের মানুষ সুরক্ষিত এবং নিরাপদ স্থানে রয়েছেন কি না, তাও জানতে চেয়েছেন এই রাজনীতিবিদ।
রাজস্থানে ভূমিকম্পের বিভীষিকা কাটতে না কাটতেই কেঁপে ওঠে মণিপুর। শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুলে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৫। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি জানাচ্ছে, উখরুলের ২০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। যদিও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। গত কয়েকমাসের ব্যবধানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে। রাজধানী শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কেঁপে উঠেছে ঘর-বাড়ি, অফিস-আদালত। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। দিল্লির পাশাপাশি ভূমিকম্প হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যেও। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন