দ্বিতীয় দিনেও ভারতের সংসদে মণিপুর উত্তাপ, মুলতুবি অধিবেশন
২১ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম
ভারতের সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও মণিপুর উত্তাপ। মণিপুরে এই অবস্থা কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাব দিতে হবে। এই দাবিতে দ্বিতীয় দিনও লাগাতার বিক্ষোভ বিরোধীদের। যার জেরে ফের উত্তাল সংসদের দুই কক্ষ। দফায় দফায় মুলতুবি অধিবেশন। শেষে লোকসভা দিনের মতো মুলতুবি করে দিতে হয়।
অধিবেশন শুরুর আগেই সরকার পক্ষ দাবি করেছিল মণিপুর নিয়ে আলোচনায় তারা প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার মণিপুর ইস্যুতে বিস্তারিত আলোচনায় রাজি নয় কেন্দ্র। সংক্ষেপে নম বন করে আলোচনা সারতে চাইছে। বিরোধীরা যেখানে রুল নম্বর ২৬৭ অনুযায়ী বিস্তারিত আলোচনা চাইছেন, সেখানে সরকার রুল নম্বর ১৭৬ অনুযায়ী সংক্ষেপে আলোচনায় রাজি কেন্দ্র। বিরোধীরা চাইছেন সংসদে এসে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। কিন্তু এত বড় ইস্যুতেও মোদি সংসদে বলতে রাজি নন।
স্বাভাবিকভাবেই কেন্দ্রের অবস্থানে অসন্তুষ্ট বিরোধী শিবির। শুক্রবার অধিবেশন শুরু হতেই সেই অসন্তোষের আঁচ দেখা গেল। একযোগে স্লোগান দেওয়া শুরু করেন কংগ্রেস, ডিএমকে এবং বামপন্থী দলগুলি। বিরোধীরা স্লোগান দেয়া শুরু করেন, প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। মোদি সংসদে আসুন, মণিপুর নিয়ে জবাব দিন। তাদের নিরস্ত করার চেষ্টা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, এভাবে কোনও সমস্যার সমাধান হতে পারে না। শুধু আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ ফলে প্রথমে ১২ টা পর্যন্ত এবং পরে দিনের মতো লোকসভা মূলতুবি করে দেয়া হয়। একই ছবি দেখা গেল রাজ্যসভাতেও। যার জেরে প্রথমে ১২টা পর্যন্ত এবং পরে আড়াইটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেয়া হয়।
ফলে পরপর দু’দিন কার্যত অকেজো হয়ে রইল সংসদের দুই কক্ষই। যদিও এজন্য বিরোধীদের মনোভাবকেই দায়ী করছে সরকার। তাদের দাবি, বিরোধীরা আসলে আলোচনা চায় না। সংসদের অধিবেশন ভণ্ডুল করাই তাদের উদ্দেশ্য। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল থেকে রাজনাথ সিং সকলেই সমস্বরে দাবি করছেন, সরকার আলোচনায় রাজি। অথচ, বিরোধীদের দাবি মেনে বিস্তারিত আলোচনায় নারাজ সরকার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন