তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলা
০২ আগস্ট ২০২৩, ০৮:২৫ এএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ০৮:২৫ এএম
তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের ওই কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে।
অবশ্য ঠিক কী কারণে এই এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বুধবার (২ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রযটার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলা চালান।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে হামলাটি হয়েছিল। হামলায় আহত ওই কর্মচারী একজন নারী এবং তিনি কনস্যুলেটের কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত। তার অবস্থা আশঙ্কাজনক বলে এতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে তুরস্কের আরেক সম্প্রচার প্রতিষ্ঠান হ্যাবের তুর্ক জানিয়েছে, হামলার এই ঘটনাটি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।
আল জাজিরা বলছে, অনারারি কনস্যুলেটগুলো বিদেশে তাদের নাগরিকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে। তবে কোনও পেশাদার কূটনীতিক দিয়ে সেগুলো পরিচালনা করা হয় না।
এদিকে হামলার ঘটনার বিষয়ে আরও তথ্য পেতে সুইডিশ কনসাল জেনারেল বুধবার ইজমিরে যাবেন বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল এবং তুরস্কে অবস্থানরত কর্মীদের সাথে ঘনিষ্ঠ আলোচনা করছে।
এছাড়া সুইডিশ কনস্যুলেট জেনারেল ইজমিরের অনারারি কনস্যুলেট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুঙ্ক মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা