মার্কিন-ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছি
১৩ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের সঙ্গে দেশটির গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন নয়াদিল্লির মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেন, আমি এরিক গারসেটি। যুক্তরাষ্ট্রের পক্ষে আমি প্রেসিডেন্ট জো বাইডেনের রাষ্ট্রদূত হিসেব ভারতে কাজ করার সুযোগ পেয়েছি। আমাকে স্বীকার করতেই হবে যে আমার সারা জীবনের মধ্যে এখানে কাজ করেই আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। কিন্তু তার চেয়েও বড় কথা, আপনাদের সঙ্গে নিয়ে আমরা মার্কিন-ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছি।
বিজনেস স্ট্যান্ডার্টের খবরে বলা হয়েছে, ভারতের মুম্বাই শহরে যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গারসেটি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন কতটা ঘনিষ্ঠ সেটা দ্বারা নির্ধারিত হয় না। আমাদের দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতার মাধ্যমেই এটি প্রতিফলিত হয়।
তিনি বলেন, আমেরিকা ও ভারতের মধ্যকার সম্পর্ক প্রায়ই আমাদের দুই দেশের নেতা বা সরকারের ঘনিষ্ঠতার মাধ্যমে নির্ধারণ করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে এটি আমাদের দুই দেশের জনগণের ঘনিষ্ঠতায় প্রতিফলিত হয়। আমাদের বন্ধুত্ব নতুন নয়। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের বহু আগে থেকেই রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, কয়েক সপ্তাহ আগে নরেন্দ্র মোদির ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর নিয়ে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি ব্রিফিং লিখেছিলাম। সেখানে বলেছি সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী ৭০ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রকে সমর্থন করে, যা আমাদের দেশের চেয়েও বেশি। আমাদের চেয়েও আমাদের বেশি ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত তার আহমেদাবাদ সফরের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ভারতে আসার পর এটি এখনো আমার সেরা সফর।
এই অনুষ্ঠান নিয়ে এক টুইটবার্তায় গারসেটি লেখেন, কী স্মরণীয় সন্ধ্যা! যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আবারও মুম্বাই আসতে পারা আমার জন্য আনন্দের। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে সম্মান জানানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বের গভীরতার বিষয়ে কথা বলা, এই ম্যাগা শহরে এমন গুরুত্বপূর্ণ উপলক্ষ উদযাপন আসলে আনন্দের।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে