১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কেন? জানুন নেপথ্যের কাহিনি
১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম
২০০ বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছিল ভারত। বলে দিতে হয় না, সেই দিনটা ১৫ আগস্ট, সালটা অবধারিত ১৯৪৭। ৭৬ বছর আগের কাহিনি। দেশভাগের বিষণ্ণ সিদ্ধান্তের বদলে এসেছিল বহুকাঙ্খিত স্বাধীনতা। মধ্যরাতে আক্ষরিক অর্থেই যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। যে ভাষণের পোশাকি নাম ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’। প্রশ্ন হল, ১৫ আগস্টই কেন? এই দিনটিকেই কেন বেছে নেয়া হল?
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ আগস্ট কিন্তু পতাকা উত্তলন করেননি নেহরু। লোকসভা সচিবালয়ের একটি গবেষণা পত্র অনুসারে, ১৬ আগস্ট লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারত-পাকিস্তানের সীমান্ত ভাগ, অর্থাৎ কিনা ব়্যাডক্লিপ লাইনও কিন্তু ১৫ আগস্টের আগাভাগে কিংবা ১৫ আগস্টে দিনটিতে স্থির হয়নি। বরং শেষ পর্যন্ত তা নির্ধারণ হয় ১৭ আগস্ট।
জেনে রাখা ভাল, ভারতের স্বাধীনতার অন্যতম স্থপতি মহাত্মা গান্ধী দেশের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি। কেন? যেহেতু দেশভাগকে কেন্দ্র করে নোয়াখালিতে তখন দাঙ্গা চলছে। সেই সাম্প্রদায়িক হিংসা রুখতে উপবাস করেন গান্ধী। কিন্তু ১৫ আগস্ট কীভাব নির্ধারণ হল? তার সঙ্গে কি ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের যোগ রয়েছে?
১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল। এই বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়েছিল। বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়। অন্যদিকে ১৪ আগস্ট দেশভাগের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্বাধীন পাকিস্তান ঘোষণা করেন মহম্মদ আলি জিন্না। এর পরেই ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেয়া হয়। কেন ১৫ আগস্ট, এই বিষয়ে একাধিক মত রয়েছে।
কিছু ঐতিহাসিক মনে করেন, সি রাজাগোপালচারির পরামর্শে মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন। যদিও শুরুতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার জন্য ১৯৪৮-এর ৩০ জুন দিনটিকে ঠিক করা হয়েছিল। কিন্তু রাজাগোপালচারির পরামর্শ গ্রহণ করেন মাউন্টব্যাটেন।
কিছু ইতিহাসবিদের দাবি, ১৫ আগস্ট তারিখটিকে শুভ বলে বিবেচনা করেছিলেন মাউন্টব্যাটেন। কেন? যেহেতু হিরোসিমা ও নাগাসাকিতে ৬ ও ৯ আগস্ট পরমাণু বোমার ধ্বংসলীলার পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল। অবসান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। মানব সভ্যতার অন্যতম কলঙ্কিত অধ্যয় ভয়ংকর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেদিন তা শেষ হয়েছিল, তার চেয়ে ভাল দিন আর কী হতে পারে!
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে