থানার ভেতরেই বিষ পান বাবার
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার। সেখানকার শিখরানা খর্দ গ্রামের ছররা থানা এলাকার বাসিন্দা ভুরা সিং। বয়স ৪০। তিনি পুলিশের কাছে তার কনিষ্ঠা কন্যার অপহরণের অভিযোগ জানিয়েছিলেন গত ১৯ জুলাই। রবিবার সেই অভিযোগের সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি থানায় গিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারপর থানার ভিতরেই বিষ পান করেন ভুরা সিং। ভুরার পরিবার সংবাদ মাধ্যমকে...