২৬ বছর পর প্রকাশ্যে ডায়নার ৬ ঘণ্টার টেপ!
১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় তিনি প্রয়াত হলেও আজও বাকিংহাম প্যালেসে তার অনিবার্য ‘ছায়া’ উপস্থিতি। তিনি লেডি ডায়না। চার্লসের প্রাক্তন ও প্রয়াত স্ত্রী। নতুন করে ফের শিরোনামে তিনি।
ব্রিটিশ রাজপরিবার সংক্রান্ত গবেষক সাংবাদিক কিন্সলে স্কফিল্ডের দাবি, ডায়নার সাক্ষাৎকারের একটি ৬ ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে, তাতে কি এমন কিছু রয়েছে যা বাকিংহাম প্যালেসের কোনও গোপন রহস্যকে তুলে...