মামলার ব্যয় মেটাতে ৭ মাসেই ৪৩৫ কোটি টাকা খরচ ট্রাম্পের
০১ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম
ক্রমেই বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার ব্যয়। চলতি বছরের প্রথম সাত মাসেই মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে ব্যয় করতে হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকারও বেশি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের আইনি কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাসংক্রান্ত কমিটি সেভ আমেরিকা বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ কোটি টাকা খরচ করেছে কেবল আইনজীবীদের ফি দিতে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পুরো অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য গঠিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ইনকরপোরেশন ট্রাম্পকে মামলা চালানোর জন্য প্রায় ১ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাজনৈতিক প্রচারণা এবং তহবিল সংগ্রহের জন্য এমন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি গঠন বৈধ।
এদিকে, ক্রমবর্ধমান হারে মামলার ব্যয় মেটাতে গিয়ে ট্রাম্পকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ভার লাঘব করতে নতুন আইনি সহায়তা তহবিল খোলার পরিকল্পনা করেছেন ট্রাম্পের সহযোগীরা। এর মাধ্যমে তাঁরা ট্রাম্পের মামলায় ব্যয় মেটানোর জন্য সমর্থকদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন। এই গ্রুপ পরিচালনা করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সুসি ওয়াইলস ও মাইকেল গ্লাসনার।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট নিউইয়র্ক ও ফ্লোরিডায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে যেমন ফৌজদারি মামলা রয়েছে, তেমনি রয়েছে ফেডারেল মামলাও। আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ