ইঁদুরে খেল ২২ কেজি গাঁজা! প্রমাণের অভাবে বেকসুর খালাস দুই অভিযুক্ত
২২ কেজি গাঁজা খেয়ে গেল ইঁদুরে। এর ফলেই জেলমুক্ত হলেন অভিযুক্ত দুই ব্যক্তি। আজব কাণ্ড চেন্নাইয়ের। গাঁজার ব্যবসা তথা পাচারে অভিযুক্ত হয়েছিলেন ওই দু’জন। যদিও ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে প্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ। এর ফলেই তাদের শর্তহীন মুক্তি দিলেন বিচারক।
মামলার সূত্রপাত ২০২০ সালে। ওই বছরই ২২ কেজি গাঁজা সমেত মেরিনা পুলিশের হাতে ধরা পড়েছিলেন রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও।...