বেলারুশের সীমান্তে সেনা, অস্ত্র মোতায়েন করছে ইউক্রেন
ইউক্রেনের সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় গোষ্ঠীর কমান্ডার সের্গেই নায়েভ মঙ্গলবার বলেছেন, জাপোরোজিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের পরিস্থিতি নিয়ে বেলারুশের সঙ্গে তার সীমান্তকে শক্তিশালী করতে ইউক্রেন আরও সেনা ও অস্ত্র মোতায়েন করছে।
‘জাপোরোজি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে সাম্প্রতিক উন্নয়নের আলোকে, জনশক্তি এবং অস্ত্র উভয় দিয়ে আমাদের দেশের উত্তর সীমান্তকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল,’ তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন।
নায়েভের মতে, কয়েক মাস ধরে উত্তর...