জি-২০ বৈঠকে টেকসই উন্নয়ন সম্পর্কে সউদী আরবের অন্তর্দৃষ্টি
সউদি আরব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকে তার প্রচেষ্টা তুলে ধরে ভারতের শহর বারাণসীতে গত তিন দিন ধরে অনুষ্ঠিত গ্রুপ-২০ এর মন্ত্রী পর্যায়ের উন্নয়ন সভায় অংশগ্রহণ করেছে।–সউদি গেজেট বৈঠকে সউদি আরবের প্রতিনিধিত্ব করেন দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘গবেষণা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি’ বিভাগের জেনারেল সুপারভাইজার ড. ইয়াসের বিন ওসামা ফাকিহ, যিনি দুটি অধিবেশনে বক্তব্য রাখেন। প্রথমটির শিরোনাম ছিল, "টেকসই...