চাকরি ‘খাচ্ছে’ এআই! মে মাসে কাজ খোয়ালেন প্রায় ৪ হাজার প্রযুক্তি কর্মী
প্রযুক্তির দুনিয়ায় চাকরির বাজার গত কয়েক মাস ধরেই টালমাটাল। বিশেষ করে চ্যাটজিপিটি, বার্ড বা বিং-এর মতো এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার টুলের আবির্ভাবের পর থেকেই বিষয়টা চূড়ান্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বহু সংস্থাই নিত্যদিন ঝুঁকছে এআইয়ের সুবিধা নেয়ার দিকে। আর তার ফলে কেবল মে মাসে চাকরি হারিয়েছেন ৪ হাজার মানুষ! এক রিপোর্টের দাবি তেমনই।
রিপোর্ট অনুসারে, গত মাসে সারা পৃথিবী কাজ হারিয়েছেন প্রযুক্তি...