পানামা পেপারসে নাম থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন খারিজ করলো পাক সুপ্রিমকোর্ট
পানামা পেপারস-এর তথ্য প্রকাশের প্রায় আট বছর পর পাকিস্তানের রাজনীতিতে ধাক্কা লেগেছে, ফলে বিষয়টি আবারও শিরোনামে এসেছে।–দ্য ডন জানা গেছে, সুপ্রিম কোর্ট ৯ জুন জামায়াত-ই-ইসলামীর (জেআই)৪৩৬ ব্যক্তির বিরুদ্ধে নির্দেশনা চেয়ে একটি পিটিশন গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, যারা অফশোর কোম্পানিতে ভাগ্য লুকিয়ে রাখার অভিযোগ করেছে। বিচারপতি সরদার তারিক মাসুদ দুই বিচারপতির বেঞ্চের প্রধান হবেন, যার অপর সদস্য বিচারপতি আমিন-উদ-দীন...