চীন সুষ্ঠুভাবে ‘ম্যাকাও বিজ্ঞান-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে
আজ (রোববার) বিকেলে ৪টায় জিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীন লংমার্চ ২সি-ক্যারিয়ার রকেট দিয়ে মূল-ভূভাগ এবং ম্যাকাও যৌথভাবে কৃত্রিম উপগ্রহ ‘ম্যাকাও সায়েন্স-১’ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে।
স্যাটেলাইটটি চীনের মহাকাশ চৌম্বকীয় জরিপ প্রযুক্তির তথ্য সংগ্রহ করবে। রকেটটি উহান বিশ্ববিদ্যালয়ের তৈরি লুওচিয়া২ ০১ স্যাটেলাইটও বহন করেছে।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল যৌথভাবে প্রকল্প পরিচালনা করছে।
এটি মহাকাশ ও অন্যান্য ক্ষেত্রে মূলভূখণ্ড ও...