বিয়ের দাবিতে ১শ’ কিমি পদযাত্রা
বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ মিলছে না যোগ্য পাত্রীর সন্ধান। এলাকায় মেয়ের সংখ্যাও ঠেকেছে তলানিতে। নারী-পুরুষের অনুপাতের পার্থক্যও বাড়ছে বানের গতিতে। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত ব্রহ্মচারিগাল নামে একটি পদযাত্রায় নেমেছে একদল পাত্র। সম্প্রতি এমনই এক ঘটনা হইচই ফেলেছে দক্ষিণ ভারতের কর্নাটকে। ফেব্রুয়ারিতে কর্নাটক রাজ্যে পাত্রী খোঁজার জন্য প্রার্থনা করতে পুরুষদের একটি দল ১২০ কিলোমিটার (৭৪.৫ মাইল) পাড়ি দিয়ে...