পরিমাপে ঠকানো ধ্বংসের বড় কারণ
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
বেচা-বিক্রিতে সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করা ও যথাযথভাবে মাপা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান। ওজনে বিন্দুমাত্র কম করাও জায়েজ নেই। আল্লাহ তাআলা সঠিক পরিমাপের প্রতি অনেক গুরুত্বারোপ করেছেন। কুরআন কারীমের একাধিক জায়গায় সঠিকভাবে ওজন করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে : যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কোনো জিনিস মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিও আর ওজন করার জন্য সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো। এ পন্থাই সঠিক এবং এরই পরিণাম উৎকৃষ্ট। (সূরা বনী ইসরাঈল : ৩৫)।
অন্যত্র সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতেও সঠিকভাবে মেপে দেওয়ার আদেশ করা হয়েছে। ওজনে হেরফের করা এবং অন্যকে মাপে ঠকানো ধ্বংস ও বরবাদের অন্যতম বড় কারণ। আল্লাহ তাআলা বলেন : বহু দুর্ভোগ আছে তাদের, যারা মাপে কম দেয়। যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়। আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয়, কমিয়ে দেয়। তারা কি চিন্তা করে না, তাদের এক মহা দিবসে জীবিত করে ওঠানো হবে? (সূরা মুতাফফিফীন : ১-৫)।
মাপে হেরফের করাকে আরবীতে ‘তাতফীফ’ বলে এবং যারা এটা করে তাদের বলে ‘মুতাফফিফ’। এর বহুবচন ‘মুতাফফিফূন’। যারা ব্যবসায় অন্যের থেকে নিজের প্রাপ্য উসুল করার ব্যাপারে কোনো ছাড় দেয় না; পূর্ণমাত্রায় মেপে নেয়। কিন্তু অন্যকে দেওয়ার সময় হেরফের করে। এ আয়াতসমূহে এ ব্যপারে সতর্ক করে বলা হয়েছে, তারা কি ভাবে না, একদিন তাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে? এই ন্যক্কারজনক কাজের জন্য কঠিন শাস্তি পেতে হবে?
ব্যবসা-বাণিজ্য ছাড়াও মানুষের যেকোনো হকই এ আয়াতের মর্মের অন্তর্ভুক্ত। যারা অন্যের থেকে নিজের প্রাপ্য কড়ায়-গ-ায় উসুল করে, বিন্দুমাত্র ছাড় দেয় না, সময় ও সুযোগ দেয় না; কিন্তু অন্যের প্রাপ্য আদায় করার সময় গড়িমসি ও টালবাহানা করে, কোনো না কোনোভাবে ঠকাতে চায় এবং একে বুদ্ধিমত্তা মনে করে- তাদের প্রতি কুরআন সুন্নাহয় আরো অনেক সতর্কবার্তা ও হুঁশিয়ারবাণী রয়েছে। আল্লাহ তাআলা সঠিক পরিমাপের ব্যাপারে আরো বলেন: তিনিই আকাশকে উঁচু করেছেন এবং তুলাদ- স্থাপন করেছেন, যাতে তোমরা পরিমাপে জুলুম না করো, ইনসাফের সাথে ওজন ঠিক রাখো এবং পরিমাপে কম না দাও। (সূরা আররহমান : ৭-৯)।
হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদইয়ানবাসীদের একটি মারাত্মক বদ স্বভাব ছিল, তারা মাপে কম দিত, ওজন করার সময় অন্যকে ঠকাতো। সূরা হূদ এবং সূরা শুআরায় তাদের আলোচনায় এই দিকটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শুআইব আলাইহিস সালাম তাদের বলেছেন, তোমরা ওজনে কম দিও না, ঠিকমতো মেপে দিও। কিন্তু তারা কথা শোনেনি। এ অপকর্ম করেই চলেছিল। এটিই তাদের ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এছাড়াও তারা মানুষের হক ও সম্পদ নষ্ট করত। তাদের এ ব্যাপারেও সতর্ক করা হয়েছিল।
ইরশাদ হয়েছে : আর মাদইয়ানে তাদের ভাই শুআইবকে নবী করে পাঠাই। সে (তাদেরকে) বলল, হে আমার সম্প্রদায়! আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই এবং ওজন ও পরিমাপে কম দিও না। আমি তোমাদের সমৃদ্ধশালী দেখছি। আমি তোমাদের প্রতি এমন এক দিনের শাস্তির আশঙ্কা করছি, যা তোমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। হে আমার সম্প্রদায়! তোমরা পরিমাণ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করবে। মানুষকে তাদের দ্রব্যাদি কম দেবে না। এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়াবে না। (সূরা হূদ : ৮৪-৮৫)।
তাদের উপর্যুপরি অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আগুনবৃষ্টি বর্ষণ করে তাদের ধ্বংস করে দেন। আজকাল আমাদের মধ্যে সর্বক্ষেত্রে অন্যের হক লঙ্ঘনের বিষয়টি অনেক ব্যাপক হয়ে গেছে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে অনেকেই চুক্তির পর অন্যকে কোনো না কোনোভাবে ঠকাতে চাই। এটাকে ব্যবসায়িক সাফল্য ও বুদ্ধির পরিচয় মনে করি।
স্মরণ রাখা দরকার, বাহ্যিক চোখে যেটাকে সাফল্য মনে হচ্ছে, আদতে সেটা মোটেও সাফল্য নয়। দুনিয়ার এ যৎকিঞ্চিৎ লাভ (!) তো আখেরাতের বিপুল প্রাপ্তিকে ধ্বংস করে দিচ্ছেই। সাথে এটা দুনিয়াতেও বরবাদির এক বড় কারণ। এটা বরকত ওঠে যাওয়াসহ সব ধরনের অকল্যাণ টেনে আনতে পারে। আল্লাহ তাআলার এ নির্দেশ ও সতর্কবাণী সকলেরই মনে রাখা ও মেনে চলা আবশ্যক।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’