অগ্রগামিতা ও পশ্চাৎপদতা
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
মানুষ উন্নতি ও অগ্রগতির বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করেছে। কেউ মনে করেন, অর্থ-বিত্ত হলো উন্নতির মানদণ্ড। তাদের বিচারে যে জাতি অর্থনৈতিক দিক দিয়ে যত অগ্রসর তারা ততই উন্নত ও অগ্রগামী, যদিও তাদের এই অগ্রসরতা অর্জিত হয়েছে অসংখ্য মানুষের রক্ত শোষণ করে। এখানেই শেষ নয়, এই ‘উন্নত’ জাতি বিত্তের অহমিকায় অন্ধ হয়ে যখন বিভিন্ন অনাচার ও যথেচ্ছাচারে লিপ্ত হয় তখন এগুলোই হয়ে যায় উন্নত জাতির সংস্কৃতি। আর উন্নতিকামী জাতিগুলো যে উন্নত জাতিগুলোরই অনুসরণ করার চেষ্টা করবে তা তো বলাই বাহুল্য। এখানে এসে অগ্রসরতার দ্বিতীয় মানদণ্ডের সূচনা হয়।
মানদণ্ডটির গূঢ় অর্থ ‘উন্নত’ জাতির অন্ধ অনুকরণ হলেও এর গালভরা নাম প্রগতিশীলতা। প্রগতিশীল চিন্তা, প্রগতিশীল সমাজ, প্রগতিশীল প্রজন্ম ইত্যাকার অসংখ্য শব্দ এখান থেকেই উৎসারিত। যাহোক উন্নতি ও অগ্রগতির বিভিন্ন মানদণ্ডের মাঝে এখানে দু’শ্রেণির মানুষের দুটি মৌলিক মানদণ্ড উল্লেখ করা হল। এগুলোর লাভ-ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে আমরা চিন্তা-ভাবনা করতে পারি। তবে একথা নিশ্চিতরূপেই বলে দেয়া যায় যে, এসব মানদণ্ড মানুষের চিন্তা ও জ্ঞানের সীমাবদ্ধতার ফল।
মানুষের দৃষ্টি ও চিন্তা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যেই সীমাবদ্ধ। মানুষ বাহ্যিক দৃষ্টিতে বিত্তের ঝলকানি দেখে, ক্ষমতার দাপট দেখে এবং বিশ্বময় পরাশক্তিগুলোর শক্তির মহড়া দেখে। এগুলো দেখে মানুষের দুর্বল মন-মানস প্রতিক্রিয়াগ্রস্ত হয় এবং এগুলোকেই উন্নতি ও অগ্রগামিতার মানদণ্ড বলে ভাবতে আরম্ভ করে। এগুলোর অসংখ্য কুফল ও ব্যর্থতা চোখের সামনে থাকলেও প্রতিক্রিয়াশীল অবসন্ন মন সেদিকে তাকাবার শক্তি পায় না।
এই দুরবস্থা থেকে মুক্তি লাভের পথ মানুষের সামনে খোলা ছিল। ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সীমাবদ্ধতা থেকে বের হয়ে এক বিস্তৃত জগতে প্রবেশ করা মানুষের পক্ষে সম্ভব ছিল। মহান আল্লাহ মানুষকে এমন একটি সূত্র দান করেছেন যা ধারণ করে মানুষ এই জ্ঞানের জগতে পৌঁছতে পারে। সূত্রটির নাম হলো ওহী। ওহীর মাধ্যমে মানুষ এক অজানা জগতের সন্ধান লাভ করে। ওহীর ধারক হলেন আম্বিয়ায়ে কেরাম।
তাঁদের মাধ্যমে অন্যদের কাছে ওহীর জ্ঞান পৌঁছায়। আম্বিয়ায়ে কেরাম মানুষের জ্ঞানের সীমানাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে দেন। তখন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সীমাবদ্ধতা মানুষের সামনে প্রকট হয়ে ওঠে এবং এই সীমাবদ্ধতাপ্রসূত চিন্তা-ভাবনাগুলোও মানুষের কাছে হাস্যকর মনে হয়, যেমন একজন শিশুর চিন্তা-ভাবনা একজন পরিণত মানুষের কাছে হাস্যকর মনে হয়।
আখেরী নবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর উম্মতকে এই বাহ্যদর্শন থেকে মুক্তি দিয়ে তাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে চেয়েছেন। হাদিস শরীফে এর অনেক দৃষ্টান্ত রয়েছে। লাভ-লোকসান, হার-জিত, উন্নতি-অগ্রগতির যেসব সংজ্ঞা অজ্ঞ লোকেরা র্নিধারণ করেছে তার বাইরেও যে একটি বিবেচনা রয়েছে তা তিনি বারবার উম্মতের সামনে তুলে ধরেছেন। এখানে আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি হাদিস পেশ করছি। হাদিসটিতে এসেছে যে, একবার নবী (সা.) তাঁর সাহাবীদের নিয়ে সফর করছিলেন। সম্ভবত জিহাদের সফর ছিল।
এ ধরনের সফরে মূল বাহিনী থেকে অগ্রগামী একটি ক্ষুদ্র দল থাকে যারা পথঘাট সম্পর্কে এবং শত্রুর গতিবিধি সম্পর্কে সংবাদ সংগ্রহ করে। আবার বাহিনীর পেছনেও দুচার জনের একটি দল থাকে যারা বাহিনীর ফেলে যাওয়া জিনিসপত্র সংগ্রহ করে কিংবা দলছুট হওয়া মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। তো এরকম এক সফরে নবী (সা.) তাঁর সাহাবীদের সঙ্গে ছিলেন। বাহিনীর অগ্রগামী দলটি যথারীতি অগ্রসর হয়ে গিয়েছিল। মূল বাহিনীও নিজ গতিতে চলছিল।
হঠাৎ নবী (সা.) সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলেন, ‘অগ্রগামী দলের লোকেরা কোথায়?’ এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা অগ্রগামী হয়েছে এবং কিছু মানুষ পিছনেও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উদ্দেশ্যই ছিল অগ্রগামিতা ও পশ্চাৎপদতার এক ভিন্ন মানদণ্ড সম্পর্কে সাহাবীদের সচেতন করা। তাই তিনি তখন ইরশাদ করলেন; ‘বরং তারাই অগ্রগামী হয়েছে যারা আল্লাহর যিকিরে সদা মগ্ন।’
এখানে আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। নবী (সা.) যাদেরকে অগ্রগামী বলেছেন তাদের অগ্রগামিতা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। আল্লাহর যিকরে সদামগ্ন ব্যক্তিদের অগ্রগামিতা সাধারণ দৃষ্টিতে প্রত্যক্ষ করা যায় না। সাধারণ দৃষ্টিতে তাদেরকেই অগ্রগামী মনে হয় যারা দূরত্ব অতিক্রম করে আগে চলে গেছে। কিন্তু এ তো হলো বাহ্যদর্শন। পার্থিব জগতের পর্দাগুলো দৃষ্টির সম্মুখ থেকে অপসারিত হওয়ার পর যে সত্য উদ্ভাসিত হয়ে উঠবে নবী (সা.) তাঁর সাহাবীদেরকে সে সত্যের দিকেই মনোযোগী করেছেন। সেই সত্য এই যে, আল্লাহর যিকরে মগ্ন থাকাই হলো প্রকৃত অগ্রগামিতা।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’