জান্নাতি পাথর হাজরে আসওয়াদ
১০ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ জুন ২০২৪, ১২:০২ এএম
হাজরে আসওয়াদের সম্মান ও মর্যাদার একটি কারণ এই যে, এই পাথরটি হজরত জিব্রাইল আ. জান্নাত হতে আনয়ন করেছিলেন। (আজরাকী : আখবারে মক্কা ওয়ামা জ্বাআ ফিহা মিনাল আছার, খ- ১, পৃ. ৬২-৬৪; ইবনে আবি শায়বাহ : আল মুছান্নাফ, খ- ৩, পৃ. ২৭৫, বর্ণনা সংখ্যা-১৪১৪৬)।
আম্বিয়ায়ে কেরাম আল্লাহপাকের হুকুম মোতাবেক হাজরে আসওয়াদকে চুম্বন করতেন এবং হস্তদ্বারা স্পর্শ করতেন। হুজুর নবী আকরাম সা. জাদ্দুল আম্বিয়া সাইয়্যেদেনা ইব্রাহিম আ.-এর সুন্নাতের ওপর আমলকরত স্বীয় মোবারক হস্ত দ্বারা হাজরে আসওয়াদকে হেরেমে কাবার মধ্যে গ্রোথিত করেছিলেন এবং পবিত্র ঠোঁট দ্বারা ইহাতে চুমো খেয়েছিলেন। এভাবে হাজরে আসওয়াদকে চুমো দেয়া, এস্তেলাম করা, মানাছেকে হজের অন্তর্ভুক্ত হয়ে যায়। বর্তমানে মুসলমানগণ ইহাকে চুমো খায় এবং এস্তেলাম করে তাজদারে কায়েনাত সা.-এর অনুসরণে।
এই কর্ম সম্পাদনের প্রেরণাা সাইয়্যেদেনা ওমর রা.-এর বাণী হতেও লাভ করা যায়। একবার হযরত ওমর ফারুক রা. তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন এবং একথা বললেন : আমি জানি অবশ্যই তুমি একটা পাথর, যে ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না। আমি যদি হুজুর নবীয়ে আকরাম সা.-কে তোমায় চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। (সহিহ বুখারী : কিতাবুল হজ, বাবু মা জুকিরা ফিল হাজারিল আসওয়াদি, খ- ২, পৃ. ৪৭৯, বর্ণনা সংখ্যা ১৫২০)।
হজরত ওমর ফারুক রা. এর এই বাণী এই শব্দাবলির দ্বারাও বিবৃত হয়েছে : (হে হাজরে আসওয়াদ), তুমি শুধু একটি মাত্র। যদি আমি হুজুর নবী আকরাম সা.-কে তোমায় চুমো খেতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কখনো চুমো দিতাম না। (ইমাম মালেক : আল মুয়াত্তা, কিতাবুল হজ, বাবু তাকবিলে রুকনিল আসওয়াদি ফিল এস্তেলামে, খ- ১, পৃ. ৩৬৭, বর্ণনা সংখ্যা ৮১৮)।
এই কথাগুলো উচ্চারণ করার পর হযরত ওমর রা. হাজরে আসওয়াদকে চুম্বন করেছিলেন। সুতরাং এ সকল বর্ণনার দ্বারা প্রমাণিত হয় যে, সাহাবায়ে কেরামের নজরে হাজরে আসওয়াদকে চুম্বনের মূল মাকসুদ ছিল হুজুর নবী আকরাম সা.-এর সুন্নাতের স্মরণকে তাজা করা। এই সুন্নাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সহিহ ইবনে খুযায়মাহ এর মধ্যে হজরত ইবনে আব্বাস রা.-এর এই বর্ণনাটি রয়েছে, রাসূলুল্লাহ সা. বলেছেন : নিশ্চয়ই এই কালো পাথরটির একটি জিহ্বা ও দুইটি ঠোঁট রয়েছে। যে ব্যক্তি এর ইস্তেলাম করতে তার পক্ষে উহা কিয়ামতের দিন সত্যতার সাক্ষ্য দেবে। (সহীহ ইবনে খুযায়মাহ : কিতাবু মাসালিকিল হজ : খ- ৪, পৃ. ২১৭)।
মুস্তাদরেকে হাতেমে হযরত জাবির রা. সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি প্রথমেই হাজরে আসওয়াদের নিকট উপস্থিত হয়ে উহাকে স্পর্শ করলেন, জড়িয়ে ধরলেন। তখন কান্নার ভারে তার চক্ষুদ্বয় হতে অজস্র ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগল। তারপর তিনি উহাকে চুম্বন করলেন। তার ওপর হাত রাখলেন এবং দুই হাত দ্বারা নিজের মুখম-ল মর্দন করলেন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান