দুআ কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত-২

Daily Inqilab মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন

২১ জুন ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১২:১৯ এএম

আমরা যারা দুর্বল, শেষ রাতে জাগতে পারি না, আমাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। প্রায় সকলেরই রাতে কখনো না কখনো ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যে দুআই করব আল্লাহ তাআলা কবুল করবেন। উবাদা ইবনে সামেত (রা.) বর্ণনা করেন, রাসূলে কারীম (সা.) বলেছেন : রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়েই যে ব্যক্তি এই কালিমাগুলো বলবে : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব কেবল তাঁরই এবং প্রশংসাও কেবল তাঁর। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আল্লাহ সবার বড়। আল্লাহর সাহায্য ব্যতীত (গোনাহ ও অমঙ্গল থেকে) কেউ বাঁচতে পারে না এবং কেউ (নেক ও ভালো কাজের) শক্তি রাখে না।’

এরপর বলবে : ‘হে আল্লাহ! আমাকে মাফ করে দিন’। বা অন্য কোনো দুআ করবে, তার দুআ কবুল করা হবে। এরপর যদি ওযু করে নামায পড়ে তাহলে তার নামায কবুল করা হবে। (সহীহ বুখারী : ১১৫৪)। সাহল ইবনে সা‘দ (রা.) বলেন, নবী কারীম (সা.) বলেছেন : দুই সময়ের দুআ ফেরত দেয়া হয় না অথবা (তিনি বলেছেন,) খুব কমই ফেরত দেয়া হয়- ১. আযানের সময়। ২. জিহাদের সময়, যখন তুমুল লড়াই চলতে থাকে। (সুনানে আবু দাউদ : ২৫৪০)।

আযানের সময় করণীয় পাঁচটি আমলের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। একটি হলো- আযানের জবাব দেয়া তথা মুআয্যিনের সাথে সাথে আযানের কালিমাসমূহ উচ্চারণ করা। আযানের জবাব দেয়ার একটি ফযীলত হলো- তার পরে দুআ কবুল হয়। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন : এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! মুআয্যিনগণ (আযান দিয়ে) আমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছেন। (আমাদেরও এমন কোনো আমল বলে দিন।) রাসূলুল্লাহ (সা.) বললেন, মুয়ায্যিনেরা যা বলে তোমরাও তা বল। এরপর দুআ কর, তোমার দুআ কবুল করা হবে। (সুনানে আবু দাউদ : ৫২৪)।

সিজদারত অবস্থায় : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী কারীম (সা.) বলেছেন : বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। তাই তখন বেশি বেশি দুআ করো। (সহীহ মুসলিম : ৪৮২)। এই ধরনের হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকেও বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা.) বলেছেন : শুনে রাখো, আমাকে রুকু ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। সুতরাং রুকুতে তোমরা রবের সম্মানপ্রকাশক তাসবীহ পড়ো আর সিজদায় অধিক পরিমাণে দুআ করো। কেননা, সিজদা অবস্থায় দুআ করলে তা কবুল হওয়ারই অধিক উপযুক্ত। (সহীহ মুসলিম : ৪৭৯)।
মুসাফির যতক্ষণ সফরের হালতে থাকে এবং রোযাদার ব্যক্তি যতক্ষণ রোযা অবস্থায় থাকে, যে দুআ করে আল্লাহ তাআলা কবুল করেন। হাদিস শরীফের বক্তব্য অনুযায়ী তাদের দুআ ফেরত দেয়া হয় না। আনাস ইবনে মালেক (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) ইরশাদ করেছেন : তিনটি দুআ ফিরিয়ে দেয়া হয় না। পিতার দুআ, রোযাদারের দুআ এবং মুসাফিরের দুআ। (সুনানে কুবরা, বায়হাকী ৩/৩৪৫)।

জুমার দিন একটি বিশেষ সময় আছে বান্দা তখন যে দুআ করবে আল্লাহ তাআলা তা-ই কবুল করবেন। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তা-ই দান করবেন। অনেক হাদিসে এই সুসংবাদ দেয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন : রাসূলুল্লাহ (সা.) একদিন জুমার দিনের বিষয়ে আলোচনা করছিলেন। তখন বলেছেন, এইদিন একটা সময় আছে, কোনো মুসলিম যদি ওই সময়ে নামায আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন। আবু হুরায়রা (রা.) বলেন, এরপর রাসূলুল্লাহ (সা.) হাত দিয়ে ইশারা করেছেন যে, ওই মুহূর্তটা অতি অল্প সময়। (সহীহ বুখারী : ৯৩৫)।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) বলেছেন : জুমার দিনের বারো ভাগ। (এর মধ্যে একটি সময় আছে, যাতে) মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে তা-ই দান করবেন। সুতরাং তোমরা সে সময়টি অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে। (মুস্তাদরাকে হাকেম : ১০৩২)।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন খামেনি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন খামেনি

এক নজরে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচন

এক নজরে ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচন

সবচেয়ে কম ব্যয়ের শহর

সবচেয়ে কম ব্যয়ের শহর

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া জোট বেঁধে কাজ করার প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া জোট বেঁধে কাজ করার প্রতিশ্রুতি

অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রতিশ্রুতিতে শেষ হলো বাইডেন-ট্রাম্প বিতর্ক

অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রতিশ্রুতিতে শেষ হলো বাইডেন-ট্রাম্প বিতর্ক

তরুণদের আ.লীগে যোগদানের আহ্বান ওবায়দুল কাদেরের

তরুণদের আ.লীগে যোগদানের আহ্বান ওবায়দুল কাদেরের

হেলিকপ্টার থেকে নেমেই টাকার ‘কার্পেটে’ হাঁটলেন প্রভাবশালীর প্রেমিকা, তারপর…

হেলিকপ্টার থেকে নেমেই টাকার ‘কার্পেটে’ হাঁটলেন প্রভাবশালীর প্রেমিকা, তারপর…

মার্কিন হুমকিতে চীন ভীত নয়: মুখপাত্র

মার্কিন হুমকিতে চীন ভীত নয়: মুখপাত্র

বলিভিয়াকে উড়িয়ে শেষ আটে উরুগুয়ে

বলিভিয়াকে উড়িয়ে শেষ আটে উরুগুয়ে

বরিশালে উপনির্বাচনে ‘ঘুষ’ নেওয়ায় আটক ৩ কর্মকর্তার জামিন

বরিশালে উপনির্বাচনে ‘ঘুষ’ নেওয়ায় আটক ৩ কর্মকর্তার জামিন

রাজধানীর খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

রাজধানীর খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

রেললাইন কেটে নাশকতার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন এক কাউন্সিলরকে আটক

রেললাইন কেটে নাশকতার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন এক কাউন্সিলরকে আটক

রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা

রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা

‘ফাইনাল খেলতে নয়, জিততে এসেছি’

‘ফাইনাল খেলতে নয়, জিততে এসেছি’

১০ মিনিটে জুমার নামাজ ও খুতবা শেষ করার নির্দেশনা আমিরাতে

১০ মিনিটে জুমার নামাজ ও খুতবা শেষ করার নির্দেশনা আমিরাতে

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ছাদ

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ছাদ

ভারতে পান্নুনের হত্যা ষড়যন্ত্র মামলার তদন্ত কতদূর, উত্তরের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

ভারতে পান্নুনের হত্যা ষড়যন্ত্র মামলার তদন্ত কতদূর, উত্তরের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

শুরুর আগেই ইংল্যান্ড সিরিজ শেষ রোচের

শুরুর আগেই ইংল্যান্ড সিরিজ শেষ রোচের

যুক্তরাষ্ট্রের জন্য ফিলিপাইন বন্ধু নয় বরং দাবার ঘুঁটি

যুক্তরাষ্ট্রের জন্য ফিলিপাইন বন্ধু নয় বরং দাবার ঘুঁটি

চট্টগ্রামে মার্কেটে আগুন ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে মার্কেটে আগুন ৩ জনের মৃত্যু