নামাযের কাতার : কিছু কথা কিছু নিবেদন-১
২২ জুন ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২৩ এএম
নামায : ঈমানের পর যার স্থান এবং ঈমানের সাথে যার গভীর সেতুবন্ধন। তাই কুরআন কারীমের যেখানে ঈমানের আদেশ এসেছে সেখানে নামায কায়েমের নির্দেশও রয়েছে। নামায কায়েম বলতে যা বোঝায়- বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নামায কায়েম করা মানে রুকু, সিজদা ও তিলাওয়াত পরিপূর্ণ করা এবং যথাযথো মনোযোগ ও বিনয়ের সাথে নামায আদায় করা। (তাফসীরে ইবনে কাসীর-১/১২২)। মোটকথা, নামায এবং তৎসংশ্লিষ্ট কাজগুলো উত্তমরূপে আদায় করাকে ‘নামায কায়েম’ বলা হয়।
নামায কায়েমের আরো দুটি দিক রয়েছে : ১. নামায জামাতের সাথে আদায় করা। নবীজী (সা.) এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। এমনকি যারা জামাতে শরীক হয় না নবীজী তাদের ঘরবাড়ী পর্যন্ত জ্বালিয়ে দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন! (সুনানে আবু দাউদ : ৫৪৮)। ২. নামাযের কাতার ঠিক রাখা। নবীজী (সা.) বলেন : তোমরা কাতার সোজা কর; কেননা কাতার সোজা করা নামায কায়েমেরই অংশ। (সহীহ বুখারী : ৭২৩)।
হাদিস ও সাহাবা-তাবেয়ীনের আছারে নামাযের কাতার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। এসেছে অনেক উৎসাহ ও সতর্কবাণী। যেগুলো সামনে থাকলে নামায কায়েমের এই বিশেষ শাখাটিও সতেজ রাখা আমাদের জন্য সহজ হবে। কাতার সোজা করা : এ বিষয়ে নবীজী (সা.) বলেন, তোমরা অবশ্যই অবশ্যই কাতার সোজা করো; অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন। (সহীহ বুখারী : ৭১৭)।
নুমান ইবনে বাশীর (রা.) বলেন, তীর যেভাবে সোজা করা হয়, নবীজী নিজে আমাদের কাতার এভাবে সোজা করতেন, যাবৎ না বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম হলো এবং আমরা এতে অভ্যস্ত হলাম। অতঃপর একদিন নবীজী দেখলেন, এক ব্যক্তি কাতার থেকে একটু সামনের দিকে বের হয়ে আছে। তখন নবীজী বললেন, হয়তো তোমরা কাতার সোজা করবে, না হয় আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন। (সুনানে আবু দাউদ : ৬৬৩ ৮১০)।
কাতার সোজা করার পদ্ধতি : পরস্পর কাঁধ ও পায়ের গোড়ালি সোজা করে কাতার সোজা করতে হয়। এই বিষয়ে দুটি বর্ণনা- এক. সুয়াইদ ইবনে গাফালা (রাহ.) বলেন, নামাযের সময় বেলাল (রা.) আমাদের কাঁধ ও পা সোজা করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৫৫৪)।
দুই. আবু উসমান আননাহদী (রাহ.) বলেন, আমি কাতার সম্পর্কে হযরত ওমরের চেয়ে অধিক যতœশীল আর কাউকে দেখিনি। নামায আরম্ভের আগ মুহূর্তে সবার কাঁধ ও পায়ের দিকে তাকাতেন এবং (সামনের কাতার ফাঁকা থাকলে) লোক পাঠিয়ে পেছনের মুসল্লিদের সামনের কাতারে নিয়ে দাঁড় করাতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৫৫৭)।
গায়ে গায়ে লেগে দাঁড়ানো : আমাদের অবস্থা হলো, কারো গায়ের সাথে লেগে দাঁড়াতে সংকোচ হয়। কারো অবস্থা তো আরো করুণ! কেউ তার গায়ের সাথে লেগে দাঁড়াতে চাইলে সে সরে যায়! অনেক মসজিদের ফ্লোরে বা কার্পেটে ঘর ঘর দেয়া থাকে। অনেকে মনে করে, তার ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না! এই ধারণা সম্পূর্ণ গলত। কারণ : নবীজী (সা.) বলেন, শোন! তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দি হও। আমরা বললাম, তারা কীভাবে কাতারবন্দি হয়? নবীজী বললেন, তারা আগের কাতার পূর্ণ করে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ায়। (সুনানে আবু দাউদ : ৬৬১)।
নবীজী (সা.) বলেন, তোমরা (চেপে চেপে দাঁড়িয়ে) কাতার মজবুত করো, কাতার কাছাকাছি করো এবং কাঁধ বরাবর করো। আল্লাহর কসম! আমি শয়তানকে কালো ছোট ছাগল ছানার মতো কাতারের মাঝে ঢুকতে দেখি। (সুনানে আবু দাউদ : ৬৬৭)। আলকামা (রাহ.) বলেন, আমরা হযরত ওমরের সাথে নামায পড়তাম। তিনি বলতেন, কাতার ঠিক করো। কাঁধের সাথে কাঁধ মিলাও। শয়তান যেন কালো ছোট ছাগল ছানার মতো তোমাদের মাঝে ঢুকতে না পারে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ২৪৩৩)। অতএব, এ বিষয়ে আমাদের সচেতনতা কাম্য।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান