সৃষ্টির বৈচিত্র্যে স্রষ্টার পরিচয়-১
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বৈচিত্র্যময় আমাদের পৃথিবী। বিচিত্র সব সৃষ্টি দিয়ে নিপুণভাবে সাজানো এই বসুন্ধরা। আল্লাহর সৃষ্টিরাজির সর্বত্রই রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। প্রাণীজগৎ, উদ্ভিদ ও জড়জগৎ সবখানেই ছড়িয়ে আছে রূপ ও বর্ণের বিচিত্রতা। আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘এমনিভাবে তিনি তোমাদের জন্য রং-বেরঙের যে বস্তুরাজি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তা তাঁর নির্দেশে কর্মরত আছে। নিশ্চয়ই যারা শিক্ষাগ্রহণ করে, সেইসব লোকের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে।’ (সূরা নাহল, ১৩)। অন্যত্র ইরশাদ হয়েছেÑ ‘আর পাহাড়ের মধ্যেও আছে বিচিত্র বর্ণের অংশ সাদা, লাল ও নিকষ কালো।’ (সূরা ফাতির, ২৭)
মানুষ ও প্রাণীজগতে বৈচিত্র্য : মানুষ আল্লাহ তাআলার অন্যতম বৈচিত্র্যময় এক সৃষ্টি। পৃথিবী সৃষ্টির পর অদ্যাবধি আল্লাহ তাআলা কতো লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন। একই উপাদানে সৃষ্ট সব মানুষ। তবুও রূপে-গুণে, আকারে-বৈশিষ্ট্যে একজন অপরজন থেকে কতো ভিন্ন। সম্পূর্ণ অভিন্ন দুটি মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি নবজাতকই কোনো না কোনো বৈচিত্র্য নিয়ে জন্মে।
আল্লাহ তাআলা মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য বাকশক্তি দান করেছেন। কিন্তু সুর-স্বর, বাচনভঙ্গি ও উচ্চারণের বিচারে প্রত্যেকের কথার ধরন ভিন্ন। আর ভাষারও যে কতো রূপ-প্রকৃতি তা তো বলাই বাহুল্য। বর্তমান পৃথিবীতে কেবল রাষ্ট্রীয় ভাষাই আছে দুই শতাধিক। জানা না থাকলে এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষের কোনো কথাই বুঝতে পারে না। একই ভাষাভাষী মানুষের মধ্যেও অঞ্চলভেদে ভাষার কতো বিস্তর পার্থক্য!
এসব কিছু মহান সৃষ্টিকর্তার বিচিত্র নিদর্শন! যার কুদরত অপরিসীম। তার পরেও কি মানুষ তাদের চিন্তাশক্তি কাজে লাগাবে না! উপদেশ গ্রহণ করবে না! আল্লাহ তাআলা বলেনÑ ‘তাঁর নিদর্শনাবলির মধ্যে আছে আকাশম-লী ও পৃথিবীর সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে বহু নিদর্শন।’ (সূরা রূম, ২২) অন্যান্য জীব-জন্তুর মধ্যেও রয়েছে বর্ণ-বৈচিত্র্য। আল্লাহ তাআলা জলে-স্থলে কতো শত আকৃতি ও প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘এবং মানুষ, পশু ও চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে অনুরূপ বর্ণ-বৈচিত্র্য।’ (সূরা ফাতির, ২৮)। অন্যত্র ইরশাদ করেনÑ ‘তিনি গবাদি পশুর মধ্যে (সৃষ্টি করেছেন) কিছু ভারবহনকারীরূপে আর কিছু খর্বাকৃতির।’ (সূরা আনআম, ১৪২)
মৌমাছি আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। মৌমাছি বাগান-উদ্যান ও শস্যক্ষেতে বিচরণ করে। সর্বত্র চষে বেড়িয়ে ফুল-ফল থেকে নিজের খাদ্য সংগ্রহ করে। এর ফলে তার পেটে মধু সৃষ্টি হয়, যা মানুষের জন্য মহৌষধ। সে মধুও স্বাদে-বর্ণে কতো রকম! ছোট্ট মৌমাছির পেটে কীভাবে তৈরি হয় এতো ধরনের মধু! অসীম ক্ষমতাশীল ও প্রজ্ঞাবান আল্লাহ তাআলা মৌমাছিকে এই অভাবনীয় শক্তি দিয়েছেন।
কুরআন কারীমে তা এভাবে বর্ণিত হয়েছেÑ ‘আর আপনার প্রতিপালক মৌমাছিকে আদেশ করেছেন, তুমি ঘর তৈরি কর পাহাড়-পর্বতে, গাছে এবং মানুষ যে মাচান তৈরি করে তাতে। তারপর সব রকম ফল থেকে নিজ খাদ্য আহরণ করো। তারপর চল আপন রবের উম্মুক্ত-বাধাহীন পথসমূহে। তার পেট থেকে বের হয় নানা রঙের পানীয়, যাতে আছে মানুষের জন্য রোগমুক্তি। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সব লোকের জন্য, যারা চিন্তা-ভাবনা করে।’ (সূরা নাহল, ৬৮-৬৯)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে এখনো স্বাভাবিক হয়নি ট্রাফিক পুলিশের কার্যক্রম, সড়কে জনদুর্ভোগ
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মধুপুরে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জিন নিহত
নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪
ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে ফিলিপিনে ফিরলেন মেরি ভেলোসো
কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ি যৌথ বাহিনীর হাতে আটক
পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ
স্বৈরাচারের দোসর নজিবুর ৩ দিনের রিমান্ডে
পশ্চিমবঙ্গে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের
মোরেলগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ
ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষিতে কানাডার সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ
কনসার্ট প্রসঙ্গে রাহাতের ভিডিও বার্তা, যা বললেন তিনি
ইজতেমার দুপক্ষের দ্বন্দ্ব সমাধানে যা বললেন হাসনাত আবদুল্লাহ
চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহতের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত
লেবানন থেকে আরও ৯৪ বাংলাদেশি দেশে ফিরেছে
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে পাঁচ ফিলিস্তিনির মামলা
ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সালথায় পতিত জমিতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ