সৃষ্টির বৈচিত্র্যে স্রষ্টার পরিচয়-১
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম

বৈচিত্র্যময় আমাদের পৃথিবী। বিচিত্র সব সৃষ্টি দিয়ে নিপুণভাবে সাজানো এই বসুন্ধরা। আল্লাহর সৃষ্টিরাজির সর্বত্রই রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। প্রাণীজগৎ, উদ্ভিদ ও জড়জগৎ সবখানেই ছড়িয়ে আছে রূপ ও বর্ণের বিচিত্রতা। আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘এমনিভাবে তিনি তোমাদের জন্য রং-বেরঙের যে বস্তুরাজি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তা তাঁর নির্দেশে কর্মরত আছে। নিশ্চয়ই যারা শিক্ষাগ্রহণ করে, সেইসব লোকের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে।’ (সূরা নাহল, ১৩)। অন্যত্র ইরশাদ হয়েছেÑ ‘আর পাহাড়ের মধ্যেও আছে বিচিত্র বর্ণের অংশ সাদা, লাল ও নিকষ কালো।’ (সূরা ফাতির, ২৭)
মানুষ ও প্রাণীজগতে বৈচিত্র্য : মানুষ আল্লাহ তাআলার অন্যতম বৈচিত্র্যময় এক সৃষ্টি। পৃথিবী সৃষ্টির পর অদ্যাবধি আল্লাহ তাআলা কতো লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন। একই উপাদানে সৃষ্ট সব মানুষ। তবুও রূপে-গুণে, আকারে-বৈশিষ্ট্যে একজন অপরজন থেকে কতো ভিন্ন। সম্পূর্ণ অভিন্ন দুটি মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি নবজাতকই কোনো না কোনো বৈচিত্র্য নিয়ে জন্মে।
আল্লাহ তাআলা মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য বাকশক্তি দান করেছেন। কিন্তু সুর-স্বর, বাচনভঙ্গি ও উচ্চারণের বিচারে প্রত্যেকের কথার ধরন ভিন্ন। আর ভাষারও যে কতো রূপ-প্রকৃতি তা তো বলাই বাহুল্য। বর্তমান পৃথিবীতে কেবল রাষ্ট্রীয় ভাষাই আছে দুই শতাধিক। জানা না থাকলে এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষের কোনো কথাই বুঝতে পারে না। একই ভাষাভাষী মানুষের মধ্যেও অঞ্চলভেদে ভাষার কতো বিস্তর পার্থক্য!
এসব কিছু মহান সৃষ্টিকর্তার বিচিত্র নিদর্শন! যার কুদরত অপরিসীম। তার পরেও কি মানুষ তাদের চিন্তাশক্তি কাজে লাগাবে না! উপদেশ গ্রহণ করবে না! আল্লাহ তাআলা বলেনÑ ‘তাঁর নিদর্শনাবলির মধ্যে আছে আকাশম-লী ও পৃথিবীর সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে বহু নিদর্শন।’ (সূরা রূম, ২২) অন্যান্য জীব-জন্তুর মধ্যেও রয়েছে বর্ণ-বৈচিত্র্য। আল্লাহ তাআলা জলে-স্থলে কতো শত আকৃতি ও প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘এবং মানুষ, পশু ও চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে অনুরূপ বর্ণ-বৈচিত্র্য।’ (সূরা ফাতির, ২৮)। অন্যত্র ইরশাদ করেনÑ ‘তিনি গবাদি পশুর মধ্যে (সৃষ্টি করেছেন) কিছু ভারবহনকারীরূপে আর কিছু খর্বাকৃতির।’ (সূরা আনআম, ১৪২)
মৌমাছি আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। মৌমাছি বাগান-উদ্যান ও শস্যক্ষেতে বিচরণ করে। সর্বত্র চষে বেড়িয়ে ফুল-ফল থেকে নিজের খাদ্য সংগ্রহ করে। এর ফলে তার পেটে মধু সৃষ্টি হয়, যা মানুষের জন্য মহৌষধ। সে মধুও স্বাদে-বর্ণে কতো রকম! ছোট্ট মৌমাছির পেটে কীভাবে তৈরি হয় এতো ধরনের মধু! অসীম ক্ষমতাশীল ও প্রজ্ঞাবান আল্লাহ তাআলা মৌমাছিকে এই অভাবনীয় শক্তি দিয়েছেন।
কুরআন কারীমে তা এভাবে বর্ণিত হয়েছেÑ ‘আর আপনার প্রতিপালক মৌমাছিকে আদেশ করেছেন, তুমি ঘর তৈরি কর পাহাড়-পর্বতে, গাছে এবং মানুষ যে মাচান তৈরি করে তাতে। তারপর সব রকম ফল থেকে নিজ খাদ্য আহরণ করো। তারপর চল আপন রবের উম্মুক্ত-বাধাহীন পথসমূহে। তার পেট থেকে বের হয় নানা রঙের পানীয়, যাতে আছে মানুষের জন্য রোগমুক্তি। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সব লোকের জন্য, যারা চিন্তা-ভাবনা করে।’ (সূরা নাহল, ৬৮-৬৯)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

মতলবে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৯০০ ছাড়িয়েছে, গণহত্যা অব্যাহত

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, নিরাপত্তার বলয়ে সমাবেশস্থল

'বরবাদ' ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

‘স্যার’ হচ্ছেন জেমস অ্যান্ডারসন

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মালদ্বীপের ৫৪টি সংগঠনের

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মোটিফ

চেন্নাইকে লজ্জার রেকর্ড উপহার দিল কলকাতা

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না : ডব্লিউএইচও

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

গাজা-সিরিয়ায় ইসরাইলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

জুলাই গণঅভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক: মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে, সংকট চরমে

উত্তাল কলকাতা, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ