খবর গ্রহণ ও বিশ্বাস-২
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম
আমরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অধীনস্থ-সহকর্মীর পক্ষ থেকে প্রায়ই খবরাখবর পেয়ে থাকি। সেক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে, খবরদাতার পক্ষ থেকে অনাকাক্সিক্ষত কোনো খবর পৌঁছলেও সরাসরি তাকে জিজ্ঞাসা করা উত্তম। যেমন আপনার কোনো বন্ধু সম্পর্কে কেউ খবর দিলো যে, অমুক আপনার সমালোচনা করেছে। শুধু এই খবরের ভিত্তিতে তার সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করা ঠিক হবে না। বরং বন্ধুত্বের দাবি হলো, বিষয়টি সরাসরি তাকে জিজ্ঞাসা করা।
এ ব্যাপারে ইমাম শাফেয়ী (রাহ.)-এর একটি চমৎকার অসিয়ত আছে। যা তিনি তাঁর প্রিয় শাগরেদ ইউনুস ইবনে আবদুল আলাকে করেছিলেন। ইউনুস ইবনে আবদুল আলা বলেন, একদিন ইমাম শাফেয়ী (রাহ.) আমাকে বললেন, হে ইউনুস! তোমার কোনো বন্ধুর পক্ষ থেকে অপ্রীতিকর কোনো খবর পৌঁছলে শত্রুতা পোষণ ও বন্ধুত্ব ছিন্নকরণে ত্বরা করবে না। অন্যথায় তুমি নিশ্চিত বিষয়কে সন্দেহের দ্বারা বাতিল করে ফেলতে পারো। বরং তুমি এটা (মাথা থেকে) ফেলে দিয়ে তাকে বলবে, তোমার পক্ষ থেকে আমার কাছে এরূপ এরূপ পৌঁছেছে। এ ক্ষেত্রে খবরদাতার নাম উল্লেখ করবে না। সে তা অস্বীকার করলে বলবে, তুমিই সবচেয়ে সত্যবাদী। এর চেয়ে বেশি কিছু বলবে না।
আর যদি স্বীকার করে এবং তার কোনো ওযর দেখো, তবে তাকে মাযূর মনে করবে। আর কোনো ওযর না পেলে জিজ্ঞেস করবে, ওই কথা দ্বারা তোমার কী উদ্দেশ্য? কোনো ওযর উল্লেখ করলে কবুল করবে। আর যদি কোনো ওযর উল্লেখ না করে এবং তা মেনে নিতে তোমার মন সম্মত না হয়, তাহলে একে তার একটি অন্যায় ধরে নিবে। এ ক্ষেত্রে তুমি স্বাধীনÑ ইচ্ছে করলে অনুরূপ বদলা নিতে পারো আর ইচ্ছে করলে মাফ করে দিতে পারো। তবে মাফ করে দেয়াই তাকওয়ার বেশি নিকটবর্তী।
আল্লাহ তাআলা বলেনÑ ‘(মন্দের বদলা অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় ও সংশোধনের চেষ্টা করে, তার সওয়াব আল্লাহর যিম্মায়।’ (সূরা শুরা, ৪০) আর তোমার মন বেশি বদলা নিতে চাইলে তার বিগত সদাচরণ স্মরণ করবে। এই অন্যায়ের কারণে অন্যান্য সদাচরণগুলো খাটো করবে না। কারণ এটাও যুলুম। নেককার ব্যক্তি বলতেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন যে আমার অন্যায় আচরণের অনুরূপ বদলা নিয়েছে এবং আমার কোনো হক ছোট করে দেখেনি।
হে ইউনুস! তোমার কোনো বন্ধু থাকলে তাকে ধরে রাখবে। কেননা বন্ধু বানানো কঠিন কিন্তু বিচ্ছেদ সহজ। নেককার ব্যক্তি বন্ধু বিচ্ছেদের সহজতাকে ওই শিশুর সাথে তুলনা করতেন যে কুয়ায় বিশাল পাথর নিক্ষেপ করে। এ নিক্ষেপ করা তো সহজ কিন্তু তুলে আনা বড়দের পক্ষেও কঠিন। এ তোমার প্রতি আমার অসিয়ত। (হিলইয়াতুল আওলিয়া, ৯/১২৯-১৩০)
প্রতিপক্ষের ব্যাপারে অভিযোগের কোনো খবর শোনার ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা শ্রেয়। প্রতিপক্ষরা একে অপরের ব্যাপারে সত্য-অসত্য নানা কথা বলেÑ এটা ঠিক। তবে এটাও সত্য যে, কখনো তাদেরকে উত্তেজিত করার জন্য অসত্য খবর প্রচার করা হয়। তাই প্রতিপক্ষ সম্পর্কে অপ্রীতিকর কোনো খবর পৌঁছলে উত্তেজিত না হয়ে বিষয়টি যাচাই করা এবং সরাসরি তাকেই জিজ্ঞাসা করা উচিত।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
উষ্ণতম বছর, উষ্ণতম দশক! আশঙ্কার বর্ষবরণ বিশ্বজুড়ে
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর সাথে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি. এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
টঙ্গীর ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার
ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল
তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু
মাদক পাচারে জড়িত ৭২ আফগান নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান
নতুন বছরে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা বিনিময়