কারো সাথে হাসিমুখে সাক্ষাৎ ভালোবাসার সূচনা-২
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ এএম

হাসিমুখে সাক্ষাৎ ও কথাবার্তা সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার সূচনাবিন্দু। মুসলমানদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টির যে তাগিদ এসেছে বিভিন্ন হাদিসে, গোমড়ামুখে তা অর্জন করা অসম্ভব। কারো ভালোবাসা পেতে হলে তার সঙ্গে হাসিমুখে খোলা মনে কথা বলতেই হবে। রাসূলুল্লাহ (সা.) যে পরিবেশে এ পৃথিবীতে এসেছিলেন, যে সমাজে বেড়ে উঠেছিলেন এবং যে জাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছিলেন, সবই ছিল প্রবল দ্বন্দ্বমুখর। ঝগড়া-কলহ যুদ্ধবিগ্রহ সেখানে লেগেই থাকত।
পারস্পরিক বিরোধ আর সংঘাতে ভেঙ্গে পড়া সেই সমাজকে তিনি শক্ত হাতে দাঁড় করিয়ে দিয়েছেন একটি পরিবারের মতো করে। কিসের শক্তিতে? সহজ উত্তরÑ এই ভালোবাসা-ভ্রাতৃত্ব আর পরস্পর ঘনিষ্ঠতার শক্তিতেই। তিনি ঘোষণা করেছেন, মুসলমান সকলে মিলে এক ব্যক্তির মতো। তার চোখ যদি আক্রান্ত হয় তবে পুরো শরীর জুড়ে কষ্ট অনুভূত হয়। মাথা আক্রান্ত হলেও শরীরের সর্বত্রই যন্ত্রণা অনুভব করে। (সহিহ মুসলিম-২৫৮৬) রাসূলুল্লাহ (সা.) মুমিনদের পারস্পরিক এই ভালোবাসাকে ঘোষণা করেছেন ঈমানের শর্তরূপে, যতক্ষণ তোমরা মুমিন না হবে ততক্ষণ বেহেশতে যেতে পারবে না। আর যতক্ষণ তোমরা একে অন্যকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা (পূর্ণ) মুমিন বলেও বিবেচিত হবে না।
এরপর রাসূলুল্লাহ (সা.) পারস্পরিক ভালোবাসা সৃষ্টির পথ বাতলে দিয়েছেন এই বলে, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। (সহিহ মুসলিম-৫৪) আরেক হাদিসে রাসূলুল্লাহ (সা.) মুমিনদের পারস্পরিক হৃদ্যতার পথনির্দেশ করেছেন এভাবে, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। (আলআদাবুল মুফরাদ, ইমাম বুখারী-৫৯৪)
একে অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলার বিষয়ে বরাবরই এভাবে নির্দেশ দেয়া হয়েছেÑ তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে কথা বলবে। অর্থাৎ এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের এ আচরণ কোনো করুণা নয়, এটা যেন এক ভাইয়ের কাছে আরেক ভাইয়ের দাবি ও অধিকার। মুমিনদের এ ভ্রাতৃত্বের কথা ঘোষিত হয়েছে পবিত্র কুরআনেওÑ ‘মুমিনগণ পরস্পর ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যেন তোমরা অনুগ্রহ পেতে পার।’ (সূরা হুজুরাত-১০)
এই ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন যে কীভাবে মুসলমানদেরকে মাটি থেকে উঠিয়ে নিয়ে গেছে আকাশের উচ্চতায়, এর প্রমাণও আমাদের চোখের সামনেই। ইসলামের আগমনের পর মাত্র কয়েক দশকের ব্যবধানে তারা জয় করে নিয়েছিলেন অর্ধপৃথিবী। যারা পৃথিবীজুড়ে পরিচিত ছিলেন বর্বর, অসভ্য আর হিংস্র জাতি হিসেবে, দিকে দিকে তারাই এবার ছড়িয়ে দিলেন শান্তির বাণী। এ তো দুনিয়ার ইতিহাস।
পরকালেও যে কতটা আলো ছড়াবে মুমিনদের এই ভ্রাতৃত্ব তার নমুনা লক্ষ্য করুন প্রিয় নবীজী (সা.)-এর পবিত্র বাণী থেকেই, কেয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার জন্যে যারা একে অন্যকে ভালোবেসেছিল, তারা কোথায়? আমি আজ তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, আজকের এই দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। (সহিহ মুসলিম- ২৫৬৬)
পারস্পরিক এই যে ভালোবাসা, ভ্রাতৃত্বের এই যে বন্ধন, তা অর্জন করার জন্যে রাসূলুল্লাহ (সা.) দুই হাদিসে দুটি পদ্ধতির কথা বলেছেন, সালাম ও উপহার প্রদান। আরো কোনো পথও বেরিয়ে আসতে পারে এ বন্ধন সৃষ্টির। কিন্তু যে পদ্ধতির কথাই বলি না কেন, তা প্রয়োগে সফল হতে হলে প্রধান শর্ত হচ্ছে- হাসিমুখে সাক্ষাৎ। এর কোনো বিকল্প নেই। সালাম এবং উপহারের আদানপ্রদান সাধারণত হাসিমুখেই হয়ে থাকে। কেউ যখন কারো বিপদে পাশে দাঁড়ায় তখনো তাদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়। এই আন্তরিকতাকে টিকিয়ে রাখতে হলেও হাসিমুখের এ সাক্ষাৎ অপরিহার্য।
হাসিমুখের একটু কথা যে মানুষকে কীভাবে আকর্ষণ করে- এর নমুনা আমরা প্রতিনিয়তই দেখতে পাই। ঘরে-বাইরে সর্বত্রই দেখা যাবে, এ গুণের অধিকারী যারা, তাদেরকে ভালোবাসে এমন মানুষের অভাব নেই। অজানা-অচেনা মানুষও কয়েক মুহূর্তের হাসিমুখের সাক্ষাতে হয়ে যেতে পারে আত্মার আত্মীয়, গড়ে উঠতে পারে হৃদয়ের বন্ধন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

মতলবে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৯০০ ছাড়িয়েছে, গণহত্যা অব্যাহত

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’, নিরাপত্তার বলয়ে সমাবেশস্থল

'বরবাদ' ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

‘স্যার’ হচ্ছেন জেমস অ্যান্ডারসন

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা

স্ত্রী চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী, ভিডিও ভাইরাল

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মালদ্বীপের ৫৪টি সংগঠনের

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মোটিফ

চেন্নাইকে লজ্জার রেকর্ড উপহার দিল কলকাতা

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না : ডব্লিউএইচও

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে গৃহস্থালি পানির বিধিনিষেধ বাতিল

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

গাজা-সিরিয়ায় ইসরাইলের আক্রমণ নিয়ে এরদোগানের সতর্কবার্তা

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

জুলাই গণঅভ্যুত্থান উজ্জীবিত আশার প্রতীক: মেক্সিকোতে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে, সংকট চরমে

উত্তাল কলকাতা, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ