'ইসলামকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে গবেষণা করতে হবে'
২৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিশিষ্ট ইসলামি লেখক ও গবেষক ড. মোহাম্মদ ওমর ফারুকের লিখা নতুন বই 'আইন, আইনসর্বস্বতা এবং সংস্কার মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদারের আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহর সভাপতিত্বে ও একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের (এপিএল) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সৈয়দ শহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডে (এপিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ। এছাড়াও বইটির উপর আলোচনা ও বক্তব্য প্রদান করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, ইমেরিটাস প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক, ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাবেক অনুবাদক ও প্রেস কনসালটেন্ট অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খ ড. নজরুল ইসলাম আল মারূফ আল-মাদানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনে অনেক কথা আছে, অনেক বিষয় রয়েছে, এসব যদি আমরা গবেষণা করি তাহলে সংশয়ের কোনো বিষয় থাকবে না। এর বাইরে যদি চর্চা করি তবে অনেক সাংঘর্ষিক বিষয় চলে আসবে। আল্লাহ পাক বলেন, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। যা আল্লাহ পাক ১৪০০ বছর আগে নাযিল করছেন। এবং এটা মুত্তাকিদের জন্য। যারা বক্র চিন্তা করবে যারা ইসলাম নিয়ে বিতর্ক করার চেষ্টা করবে, যারা উল্টাপাল্টা চিন্তা করবে এটা তাদের জন্য না।
বক্তারা বলেন, আল্লাহপাক বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করেছি, অর্থাৎ কাউকে ডাক্টার বানিয়েছি, কাউকে গবেষক বানিয়েছি। যিনি বইটি লিখেছেন তিনি আলেম না হয়েও, মাদ্রাসা লাইনে ১২-১৩ বছর সময় না দিয়েও তিনি একটি গবেষণার কাজে হাত দিয়েছেন। এটা একটা গবেষণা ধর্মী বই। ইসলামকে ভালোভাবে জানতে ও বুঝতে হলে গবেষণা করতে হবে। লিখতে গেলে ভুল হতেই পারে এটা স্বাভাবিক। তিনি তারা মেধা দিয়ে লিখেছেন, চেষ্টা করেছেন এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন, যাদের উৎসাহ, সহযোগিতা, অবদান এবং পরামর্শে এই বই প্রকাশনা সম্ভব হয়েছে, আল্লাহ তায়ালা তাদের জীবনে অপরিসীম রহমত এবং বরকত দান করুন। তবে এই বইয়ে যা কিছু পেশ করা হয়েছে তার দায়দায়িত্ব আমার। এই কাজে যেকোনো ভুলত্রুটির জন্য আল্লাহ তায়ালার মাগফিরাত কামনা করি এবং কাজটি যদি প্রাসঙ্গিক ও মূল্যবান হয়, সেজন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আপনারা বইটি পড়ে ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। না ভালো লাগলেও দোয়া করবেন। ভুল ত্রুটি পেলে ধরিয়ে দিবেন এই কমনা করছি।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি