ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১

একমাত্র আল্লাহর গোলামি করেই বাঁচতে হবে জুমার খুৎবা পূর্ব বয়ান

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মে ২০২৪, ০৬:৩২ পিএম | আপডেট: ১৭ মে ২০২৪, ০৬:৩২ পিএম

 

আল্লাহ আমাদের অসংখ্য নেয়ামত দান করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সময় একটি বড় নেয়ামত। সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা ঈমান এনেছে মানুষকে সৎ পথে আহবান করেছে তারা ব্যতীত। সময়ের কসম করে বলেছেন, সময়টাকে কাজে লাগাও জীবনটা সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মূহুর্তকে কাজে লাগাতে হবে। আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে পেশ ইমাম এসব কথা বলেন।
মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান আজ জুমা পূর্ব বয়ানে বলেন, ভাল-মন্দ সকল অবস্থায় আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করতে হবে। বিপদে ও আনন্দে সর্বাবস্থায় আল্লাকে স্মরণ করতে হবে। আপাতদৃষ্টিতে বিপদ মনে হলেও এর মাঝে হয়তো কোন কল্যাণ নিহিত অথবা মহান রাব্বুল আলামীনের পরীক্ষা এমন বিশ্বাস রাখতে হবে। বান্দাগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামীনের রহমত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে খতিব বলেন, সম্প্রতি দেশের তীব্র তাবদাহ, খরায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফসল, ফল-মূল, তরুলতা, নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল। এ তাবদাহ আরো কিছুদিন চলমান থাকলে হয়তো আগামী দিনে দেশ চরম খাদ্য সঙ্কটে ভুগতো। কিন্তু রহমানের দয়ায় তাবদাহ প্রশমিত হয়ে সুশীতল বৃষ্টিতে আবারও সবুজে সবুজে ছেঁয়ে গেছে ধরণী। প্রাণ ফিরে পেয়েছে সমগ্র সৃষ্টিকুল। এর মাঝে আল্লাহর রহমত বিদ্যমান, যা অস্বীকার করার কোনই সুযোগ নেই। ইদানীং আবারও কিছুটা উষ্ণতা অনুভূত হচ্ছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। যাই হোক না কেন সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি স্মরণ করতে হবে মহান রব’কে। তাহলেই তিনি আমাদের উপর আরো রহমশীল হবেন। বরকত ও নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে ইরশাদ করেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘন হয়ো না (সূরা বাকারা ১৫২ আয়াত)। অপর এক আয়াতে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর (সূরা ইব্রাহীম ৭ আয়াত)। হাদিস শরীফে এসেছে, আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ স্বীয় ফিরিশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি? তাঁরা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ? তাঁরা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ (প্রশংসা) করেছে ও ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রা-জিঊন (অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছেই অবশ্যই ফিরে যাব) পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, ’আমার (সন্তানহারা) বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ কর, আর তার নাম রাখ, বায়তুল হামদ (প্রশংসা-ভবন) (তিরমিযী)। উল্লেখিত আয়াত ও হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝায়ায় আল্লাহর শুকরিয়া, প্রশংসা কতটা জরুরী বিষয়। আনন্দ ও প্রাপ্তিতে যেমনি-ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তদ্রপ দুঃখ-বিপদেও আল্লাহর শুকরিয়া, প্রশংসা অব্যাহত রেখে তাঁরই নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলেই সফলকাম হওয়া সম্ভব। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন। আমিন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহেসানুল হক জিলানী আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সময় একটি বড় নেয়ামত। সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা ঈমান এনেছে মানুষকে সৎ পথে আহবান করেছে তারা ব্যতীত। সময়ের কসম করে বলেছেন, সময়টাকে কাজে লাগাও জীবনটা সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মূহুর্তকে কাজে লাগাতে হবে। পেশ ইমাম বলেন, রাসূল (সা.) ইরশাদ করেন, ৫টি জিনিসকে কাজে লাগাতে হবে। প্রথমত যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে কাজে লাগাতে হবে। সুস্থতাকে কাজে লাগাতে হবে অসুস্থ আসার আগে। অবসর সময়কে ব্যস্ততার আগে কাজে লাগাতে হবে। দারিদ্রতা আসার আগে ধন সম্পদকে সৎপথে কাজে লাগাতে হবে। হায়াতকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে। পেশ ইমাম বলেন, এই জমিতে যতদিন বেঁচে আশি ততদিন একমাত্র আল্লাহর গোলামি করেই বাঁচতে হবে। কোন অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। যুবক শ্রেণিকে আল্লাহর নৈকট্য লাভে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহজ্জুত নামাজও নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবাহ পূর্ব বয়ানে বলেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরে পৌঁছার তাদের জন্য হজ করা ফরজ। হজের মাস সমূহের মধ্যে জিলক্বদ (জিলক্বাদাহ) মাস শুরু হওয়ার সাথেই সারা বিশ্বের হজ যাত্রীরা পবিত্র বাইতুল্লাহ পানে ছুঁটেছেন। যাদেরকে জুয়ুফুর রহমান ( আল্লাহর মেহমান বলাহয়)। হজের সফর আর অন্য দশটা সফরের মত নয়। দেশ-বিদেশ ভ্রমণের মত ভ্রমণও নয়। শারীরিক কষ্ট, অর্থ ব্যয় করে শুধু মক্কা-মদিনা দেখা নয়। আরাফা-মুযদালিফায় বেড়ানো নয়। হজ অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র সফর। এ যে তাকওয়া আর ইখলাছের রসদ নিয়ে সুন্নতে নবীর স্পৃহা নিয়ে আপন রবের সান্নিধ্য অর্জনের এক ‘রাব্বানী সফর’। এক ‘নুরানি সফর’। ঈমানকে বলিয়ান ও শক্তিশালী করার এক ‘ঈমানী সফর’। এই সফরে বান্দা শত ত্যাগ ও মুজাহাদার বিনিময়ে নিজ হজকে 'হজ্জে মাবরূর 'করার চেষ্টা করবে। কারণ আল্লাহর নবী ইরশাদ করেন! মাসরুর (কবুল) হজের প্রতিদান শুধুই জান্নাত-আল হাদিস। প্রতিটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহর অনুসরণ করবে যথাযথভাবে। প্রতিটি ক্ষণ ও মুহূর্ত কাটাবে ইবাদতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে। দুআ ও ইস্তেগফারের মাধ্যমে সমস্ত গোনাহ ক্ষমা করিয়ে, জীবনের কালিমা ধুয়ে মুছে পূতঃপবিত্র হয়ে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় একটি সুন্দর, স্বচ্ছ ও পবিত্র জীবন নিয়ে ফিরে আসবেন আপন দেশে। নিজ ভ‚মিতে। হজ্জে মাবরূরের প্রতিদান জান্নাত সেই প্রত্যাশায় বুক বেঁধে কুরআন-সুন্নাহর আদর্শে পুরো জীবনটা কাটিয়ে দিতে হবে। এই না হল হজের সফর। এই না হল বায়তুল্লাহর মুসাফির। অতএব হজের সফর যেন অন্যান্য সফরের মত না হয়ে যায়। আসা হল আর যাওয়া হল কিন্তু জীবনকে পাল্টে দিল না, নিজেকে আল্লাহ-মুখী করল না, হজ পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময়টা সুন্দর ও পবিত্র হল না, তাহলে সে হজ হজ্জে মাবরূর হল না। তাই হজ যেন হয় হজ্জে মাবরূর সেই লক্ষ্যে এই সফরে প্রত্যেক হাজীকে অত্যন্ত সচেতন হতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বড়কে মান্য করুন, বৃদ্ধকে সম্মান করুন-১
সন্তানদের কিসের উপর রেখে যাচ্ছি-২
সন্তানদের কিসের উপর রেখে যাচ্ছি-১
কে অন্ধ, কে চক্ষুষ্মান
সে-ই স্বাধীন যে সিজদা করে এক আল্লাহকে
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান