আর্তমানবতার সেবায় মহানবী (সা.)-২
সমাজে সব মানুষেরই কম-বেশি বিপদ-মুসিবত হয়। বিপদ কখনো আল্লাহ তা’আলার তরফ থেকে পরীক্ষামূলক হয়, কখনো বান্দার ভুলত্রæটি বা নাফরমানির কারণেও হয়। তাই মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া বা দূর থেকে তাকে বিপদমুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা সব মানুষের দায়িত্ব। বিশেষ করে মুসলিম ভাই-বোনের বিপদে সাহায্যের হাত বাড়ানো অপর মুসলিম ভাইবোনদের ঈমানি দায়িত্ব। এভাবে একের দুঃখে অন্যরা পাশে থাকা এবং দুঃখ-দুর্দশা...