জবানের হেফাজতের গুরুত্ব
রাসূল (সা.) জবান হেফাজতের উপর গুরুত্বারোপ করে বলেন, যে তার জবান ও লজ্জাস্থান হেফাজতের জামানত দিতে পারবে, আমি তার জান্নাতের জামিন হবো। (সহিহ বুখারী- ৬৪৭৪)
রাসূল (সা.) আমাদের জন্য আদর্শ। কথা-বার্তা, চাল-চলন, কাজ-কর্ম সব বিষয়ে তিনি কখনো অযথা অনর্থক কথা বলতেন না, এমনকি বলা পছন্দও করতেন না। শুধু উপকারী ও প্রয়োজনীয় কথা বলতেন। তিনি দীর্ঘসময় নীরব থাকতেন। হাদিসে এসেছে, রাসূল (সা.)...