প্রতিক্রিয়া নয়, স্বাধীন কর্ম-২
অসদাচার তাঁর সহনশীলতাই শুধু বৃদ্ধি করে। হাদীস ও সীরাতের কিতাবসমূহে নির্ভরযোগ্য সনদে এই ঘটনা বর্ণিত হয়েছে। মদীনায় যায়েদ ইবনে ছা’না নামক একজন ইহুদী ধর্ম-গুরু ছিলেন। নবী (সা.)কে তিনি চিনতে পেরেছিলেন যে, ইনিই শেষ নবী এবং পরে ইসলামগ্রহণ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কীভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন তার বৃত্তান্ত তার নিজের ভাষায় এই রকম : নবুওতের সবগুলো চিহ্নই আমি মুহাম্মাদ (সা.)...