অতীতে কর্জ নেওয়া টাকা এখন পরিশোধ করলে কত টাকা পরিশোধ করতে হবে প্রসঙ্গে।
মো. ফাইজুর রহমানইমেইল থেকে
প্রশ্ন : আজ থেকে ৩০ বৎসর আগে ৫০০০টাকা ধার নিলে এখন কত দিতে হবে?
উত্তর : কর্জ হিসাবে নিয়ে থাকলে এখন অথবা আগে পরে যখনই নেওয়া হোক সমানই দিতে হবে। যেমন একশ টাকা বা এক মন ধান ঋণ বা কর্জ নিলে অনেকদিন পরে তা ফেরত দিলে একশ টাকা বা এক মন ধানই ফেরত দিতে হবে। এর বেশি হলে...