প্রশ্ন : ঈদগাহের জন্য ওয়াক্বফকৃত জমিতে বাথরুম বানানো প্রসঙ্গে।
মনিরুল ইসলামইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : ঈদগাহের জন্য ওয়াক্বফকৃত জমিতে বাথরুম বানানো জায়েজ কি?
উত্তর : ঈদগাহের অংশ হিসাবে ঈদগাহের মুসল্লীদের জন্য অজুখানা বাথরুম বানানো জায়েজ। সাধারণ ব্যবহারের জন্য বানানো জায়েজ হবে না। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।[email protected]