প্রশ্ন: চার তরিকা (২) বনাম ইসলামের চার পরিভাষা বলতে কি বুঝায়?
উত্তর: তরিকতের পরিচয় : আভিধানিক অর্থে শরিয়ত আর তরিকতের মধ্যে কোনো পার্থক্য নেই। পরিভাষায় শরিয়তের অর্থ তরিকতের চেয়ে ব্যাপক। অর্থাৎ জাহেরি ও বাতেনি সব আহকামকে একত্রে বলা হয় শরিয়ত আর শুধুমাত্র বাতেনি আহকামকে বলা হয় তরিকত। তরিকতের আহকামের করণীয় বিষয়গুলো হলোÑ দিলের মধ্যে তাওবা-ইস্তিগফার, শোকর, সবর, তাওয়াক্কুল, সততা, দুনিয়া বিমুখতা, অল্পেতুষ্টি, আল্লাহ ও রাসুলের প্রতি মহব্বত, মানুষের প্রতি ভালোবাসা, সৃষ্টির...