অপারগ অবস্থায় বামহাতে খাবার খাওয়া প্রসঙ্গে।
মো. আরিফুল ইসলামইমেইল থেকে
প্রশ্ন : আমরা অনেক সময় রাস্তার পাশের দোকানগুলো থেকে চা-বিস্কুট/কলা-রুটি খেয়ে থাকি। প্রসঙ্গত, দোকানে বসে খাওয়ার জায়গার স্বল্পতার কারণে আমরা সাধারণত দাঁড়িয়েই সেগুলো খেয়ে থাকি। এক্ষেত্রে আমরা এক হাতে চা অন্য হাতে বিস্কুট অথবা কলা-রুটি খেয়ে থাকি। প্রশ্ন হলো, ইসলাম যেহেতু বাম হাতে খাওয়াকে সমর্থন করে না সেহেতু এক্ষেত্রে কি আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়ছি?
উত্তর : বর্ণিত...