সুখ-শান্তির অনন্য ঠিকানা
১০ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম

দুনিয়াতে সবাই সুখী হতে চায়। শান্তি পেতে চায়। মানুষ যত কষ্ট আর পরিশ্রম করে সেটার উদ্দেশ্য একটাই, তা হলো একটু সুখ-শান্তিতে থাকা। এর চেয়ে বেশি কিছু না। শান্তির জন্য কেউ দৌড়াচ্ছে অর্থের পেছনে। কেউ গাড়ি-বাড়ির পেছনে। কেউ বা পদের লোভে বিভোর। সবাই আপন-আপন গতিতে ছুটে চলছে শান্তির খোঁজে। কিন্তু দেখা মিলছে না কাক্সিক্ষত সুখ-শান্তির। এর নেপথ্য কারণ হলো, মহান শান্তিদাতাকে বাদ দিয়ে আমরা লেগে আছি উপায়-উপকরণের পেছনে। অথচ দুনিয়াতে শান্তির সব উপায়-উপকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও কোনো সুখ নেই, এমন মানুষের সংখ্যা অনেক।
উপায়-উপকরণ থাকলেই সুখ-শান্তি থাকা আবশ্যক নয়, বরং সুখ-শান্তির মালিক হলেন মহান আল্লাহ। তিনি যাকে চান তাকে সুখ-শান্তি দান করেন। যেমন অসুস্থ ব্যক্তির কাছে ডাক্তার, ওষুধসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সবকিছু থাকা সত্ত্বেও সুস্থতা নিশ্চিত না, বরং সুস্থতার মালিক মহান আল্লাহ যাকে চান আরোগ্য দান করেন। তিনি না চাইলে দুনিয়ার সব ওষুধ আর ডাক্তারের দ্বারাও সুস্থতা সম্ভব নয়। অপরদিকে তার অনুগ্রহ হলে উপায়-উপকরণ ছাড়াও সুস্থতা লাভ করা সহজ। এমনিভাবে তার দয়া থাকলে কোনো উপায়-উপকরণ ছাড়াও বান্দার কাছে সুখ-শান্তি পৌঁছা সম্ভব। তবুও দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো কাজের উপায়-উপকরণ গ্রহণ করাই কর্তব্য। এরপর মহান আল্লাহর ওপর ভরসা করা, তাহলেই সফলতার আশা করা যায়।
সমাজে এমন হাজারো মানুষ আছে যাদের গাড়ি-বাড়ি, টাকা-পয়সা এবং অঢেল ধন-সম্পদ রয়েছে, কিন্তু সুখ নেই। সর্বদা শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মোলায়েম বিছানায় থেকেও চোখে একটুও ঘুম নেই, মানসিক শান্তি নেই। তাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। অপরদিকে বহু মানুষ দিন আনে দিন খায়, অথচ তাদের পরিবারে শান্তির অভাব নেই। এর কারণ হলো, সুখ-শান্তি যদি মহান আল্লাহ কাউকে দান করেন তবেই সে তা পাবে। কিন্তু আমাদের অনেকের আকিদা-বিশ্বাসই নষ্ট হয়ে গেছে। যারা উপকরণকেই সুখ-শান্তি মনে করছে। অথচ সুখ-শান্তি এক জিনিস আর তার উপায়-উপকরণ ভিন্ন জিনিস। দুনিয়ার কোনো উপকরণের ক্ষমতা নেই সুখ-শান্তি পৌঁছানোর, যদি মহান আল্লাহ না চান। সুতরাং সুখ-শান্তির মালিক একমাত্র আল্লাহ। তার কাছেই চাইতে হবে। আল্লাহতায়ালা পৃথিবীতে মানুষের সুখ-শান্তির জন্য অনেক উপকরণ দান করেছেন। তার মধ্যে মৌলিক তিনটি উপকরণের কথা কোরআনে এসেছে।
নেককার স্ত্রী : আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, যেন তোমরা প্রশান্তি লাভ করো। (সুরা রুম ২১) সত্যি মানুষের জীবন সুখ ও শান্তিময় করার জন্য উত্তম স্ত্রী হচ্ছে অন্যতম উপকরণ। অন্যত্র ইরশাদ করেন, ‘তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।’ (সুরা বাকারা : ১৮৭)। পোশাক-পরিচ্ছদ যেমন মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, আশ্রয় দেয়, ঠিক তেমনিভাবে স্ত্রীও স্বামীর অসুখ-বিসুখ, বিপদাপদের উত্তম সঙ্গী। স্বামীর দুঃসময়ে স্ত্রীই তাকে আগলে রাখে। সান্ত¡না দেয়। যার দৃষ্টান্ত আমরা খুঁজে পাই আম্মাজান আয়েশা (রাযি.)-এর জীবনের পরতে পরতে। তিনি রাসুল (সা.)-কে তার দুঃখের সময় সন্ত¡না দিতেন। সহযোগিতা করতেন।
আপন গৃহ : কোরআনে বর্ণিত হয়েছে, ‘আল্লাহ তোমাদের জন্য তোমাদের গৃহে শান্তি রেখেছেন।’ (সুরা নাহল ৮০) ঘরও হচ্ছে মানুষের শান্তির মৌলিক উপকরণ। মানুষ আপন গৃহে পরম শান্তি ও স্বস্তি অনুভব করে। শীত, গরম, ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন বিপদাপদে মানুষ আপন গৃহেই আশ্রয় নেয়। আরামের জন্য নিজের ঘরই একমাত্র শান্তির আশ্রয়। মানুষের একটু বিশ্রামের প্রয়োজন হলে আপন গৃহে এসেই বিশ্রাম নেয়। এতেই তার শান্তি লাগে। তাই গৃহও শান্তির গুরুত্বপূর্ণ উপকরণ।
রাত : কোরআনে বর্ণিত হয়েছে, ‘তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ এবং ঘুমকে ক্লান্তি দূরকারী। আর দিনকে করেছেন বাইরে গমনের জন্য।’ (সুরা ফুরকান ৪৭) মানুষ সারাদিন পরিশ্রম করে একটু আরামে ঘুমাতে চায়। কারণ ঘুম হলো ক্লান্তি দূর হওয়া এবং সুস্থতার জন্য বড় সহায়ক। আর শরীরের অবসাদ ও ক্লান্তি নিবারক ঘুমটা রাতেই হয়। সুতরাং রাতও শান্তির মৌলিক উপকরণ। আল্লাহতায়ালা দুনিয়া ও আখেরাতে সবাইকে সুখ-শান্তি দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

সিরিয়ায় আসাদ যুগ শেষ, জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানীর ঘোষণা

আজ ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক

বার্সার বিপক্ষে ফাইনাল বর্জনের গুঞ্জন নিয়ে রিয়ালের বিবৃতি

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের ৫ মন্ত্রী

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি

পাকিস্তান-ভারত উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ করলেন উপদেষ্টা আসিফ

কুয়েট ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

সউদীর কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, শিগগিরই চুক্তি

‘গাজার পর বিশ্বের আরেক উন্মুক্ত কারাগার কাশ্মীর’

অনুষ্ঠিত হলো ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মার্কেটিং ফেস্ট ২.০’

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত হলো মোটরসাইকেল আরোহী

পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিলেন অমিত শাহ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৪, মানবিক সংকট চরমে

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রে 'বরবাদ' ঝড়

সৌদির পবিত্র নগরীতে কনসার্ট আয়োজন,মুসল্লিদের ক্ষোভ প্রকাশ

পাবনায় চররে জমি দখল নিয়ে সংর্ঘষে গুলবিদ্ধি ৫

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম