ঢাকা   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১

আমাকে ডাকো, আমি সাড়া দেবো

Daily Inqilab জাফর আহমাদ

১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম

আল্লাহ তা’আলা বলেছেন : তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো। যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (মু’মিন : ৬০)। আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আরাইহি ওয়া সাল্লাম বলেছেন : আল্লাহ তা’আলা বলেছেন, আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি। আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। (মুসলিম : ৬৭২২)।

প্রকৃত অর্থে দু’আ বা আল্লাহকে ডাকা একটি বড় ধরণের ইবাদাত। দু’আ করলে আল্লাহ খুশি হন। আল্লাহকে ডাকা মানে এ কথার স্বীকৃতি দেয়া যে, তিনিই একমাত্র দাতা, তিনি দেখেন,শুনেন এবং তিনি অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী। আর এই কারণেই মানুষ তার আভ্যন্তরীন বিশ^াস ও অনুভূতি থেকেই আল্লাহকে ডাকে। নির্জনে শয়নে স্বপনে, যখন যেখানে প্রতিদিন প্রতি মহুর্তে সারা বেলায় তাঁর সাহায্য প্রার্থনা করে। এটি একটি বিশ^াসের ভিত্তিতেই হয়। সেই বিশ^াসটি হচ্ছে, সেই সত্তা সর্বত্র সর্বাবস্থায় তাকে দেখছেন। তার মনের কথা শুনছেন। তিনি এমন অসীম ক্ষমতার অধিকারী যে, প্রার্থনাকারী যেখানেই অবস্থান করুন না কেন তিনি তাকে সাহায্য করতে পারেন, তার বিপর্যস্ত ভাগ্যকে পুনরায় তৈরী করে দিতে পারেন। চরম অসহায়ত্বে তাকে সহায়তা দান করতে পারেন। সুরা আল ফাতিহায় আমরা প্রতিদিন প্রতিটি সালাতের প্রতিটি রাকা’আতে আমরা এই স্বীকৃতিই দিচ্ছি। আমরা বলে থাকি, আমরা একমাত্র তোমারই গোলামী করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। (সুরা ফাতিহা : ৪)।

এই কথার মাধ্যমে আমরা এই স্বীকৃতি দেই যে, আমরা তোমার আনুগত্য করি এবং তোমার বন্দেগী ও দাসত্বও করি। আমরা এই সম্পর্ক একমাত্র তোমারই সাথে রাখি। অন্য কাউকে আমরা তোমার সাথে শরীক করি না। আর তুমি যেহেতু তুমি আমাদের মালিক ও মাবুদ, তাই সাহায্য প্রার্থনাও একমাত্র তোমার কাছেই করি। আমরা জানি তুমিই সমগ্র বিশ^জাহানের রব। সমস্ত শক্তি তোমারই হাতে কেন্দ্রীভূত। তুমি একাই যাবতীয় নিয়ামত ও অনুগ্রহের অধিকারী। তাই আমাদের অভাব প্রয়োজন পূরণের জন্য আমরা তোমারই দুয়ারে ধর্ণা দেই। তোমারই সামনে নিজেদের সোপর্দ করে দেই এবং তোমারই সাহায্যের ওপর নির্ভর করি। এ জন্য আমাদের এই আবেদন নিয়ে আমরা তোমার দুয়ারে হাজির হয়েছি। এটিই উবুদিয়াতের দাবীও বটে।

তাঁকে ডাকলে তিনি শুধু শুনেন, তা নয় বরং তিনি সে ব্যাপারেও সিদ্ধান্তও গ্রহণ করেন। সমুদ্রের অতল দেশের মাছের পেটের অন্ধকার কুটরী থেকে ইউনুস আ: আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ তাঁর ডাক শুনেছেন এবং তাঁকে সেখান থেকে মুক্ত করে পৃথিবীর আলো-বাতাসে বিচরণ করার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ তা’আলাই একমাত্র ওহাব বা প্রকৃত দাতা। আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু বিষয় মনকে দারুনভাবে পীড়া দেয়। এর মধ্যে একটি হলো, কিছু কিছু মূর্খ মানুষ সেই প্রকৃত দাতা আল্লাহ তা’আলাকে বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তি মানুষের দরবারে সন্তান কামনা করে থাকে। খুব ভাল করে মনে রাখা প্রয়োজন এ ধরনের আচরণ সুস্পষ্ট শিরকের অন্তর্ভূক্ত। সন্তান দেয়ার একমাত্র মালিক আল্ল­াহ রাব্বুল আলামীন। হযরত ইবরাহিম (আ.) শেষ বয়সে এসে আল্ল­াহর কাছে বলছিলেন : আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনিই আমাকে পথ দেখাবেন। হে পরোয়ারদিগার! আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও। (এ দু’আর জবাবে) আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। (সা-ফ্ফাত : ১০০-১০১)।

কাজেই আমাদের প্রত্যেককে অক্ষম ও বানোয়াট খোদার দ্বারে দ্বারে মাথা ঠুকে মরার অজ্ঞতা ও মূর্খতার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে। একজন ব্যক্তি দুনিয়ায় জীবন যাপনের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বস্তুগত বা অবস্তুগত যতকিছুর অভাব বা প্রয়োজনের সম্মুখীণ হয়, সবগুলোরই প্রকৃত দাতা একমাত্র আল্ল­াহ তা’আলা। দু’আ করার মাধ্যমে আরেকটি অনিবার্য স্বীকৃতি এই দাঁড়ায় যে, বান্দা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তির কাছে প্রার্থনা করে না। ক্ষমতা ও ইখতিয়ারের মালিক খালিছভাবে আল্লাহ তা’আলাকে প্রদান করে। আর তাই সে তাঁর শাহী দরবারে সাহায্যের জন্য দু’টো হাত প্রসারিত করে দেয়। তার মানে সে শিরক করে না, শিরক থেকে বেঁচে থাকে। সে এমন ব্যক্তি বা গোষ্ঠীর কাছে দরখাস্ত পেশ করে না যারা নিজেরাই দীন ভিক্ষুকের মতো দু’টো হাত প্রসারিত করে মালিকের সাহায্যের জন্য বসে আছে।

দাস তার মালিকের কাছেই চাইবে এটাই বাস্তবতা আর এটাই প্রাকৃতিক নিয়ম ও দাসত্বের প্রধান দাবী ও বৈশিষ্ট। দাসদের আনুগত্যশীলতাও এর উপড় নির্ভরশীল। কারণ আল্লাহর এক নাম সাবুর অর্থাৎ মহা ধৈর্যশীল। বার বার চাইলেও তিনি বিরক্ত হন না। বরং উল্টো তিনি খুশি হন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আগার আল মুযানী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তাই আমি দৈনিক একশ’ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকি। (মুসলিম : ৬৭৫১)।

আল্লাহর কাছে চাইবেন, তিনি দিবেন, যা চেয়েছেন হয়তো হুবহু সেটিই দিবেন বা তার চেয়ে ভালটা দিবেন, বা দিবেন না, আখিরাতের কল্যাণের জন্য রেখে দিবেন। তবে তাড়াহুড়ো করবেন না। দু’আ কবুলের অনেকগুলো মহুর্ত ও কার্যকারণের মধ্যে এটিও একটি বিষয় যে, তাড়াহুড়ো করবেন না তাহলে দু’আ কবুল হবে। সুতরাং প্রতি মহুর্তে তাঁকেই ডাকুন, নিজের সকল দু:খ-কষ্ট-বেদনা ও অভাব-অনটন তাঁর কাছেই পেশ করুন। দু’আর ফলে একদিকে আপনার ইবাদাত তথা দাসত্বের হক আদায় হবে অন্যদিকে আপনার চাহিদাও আল্লাহ তা’আলা পূরণ করে দিবেন।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসলামের আলোকে স্বাধীনতা
জুমার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য না পড়ার শাস্তি
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব
মুমিনের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি
দৈনন্দিন জীবনে ইসলাম
আরও

আরও পড়ুন

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার

‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!

‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য

ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য

মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ

মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ

নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ

আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ

নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা

এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা

কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প

কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প

প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম

প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম

দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা

পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা

মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী

মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী

কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার

কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার

ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ

অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ