প্রকৃত মুমিনের পরিচয় ও গুণাবলি
‘ঈমান’ শব্দের অর্থ বিশ্বাস, আস্থা প্রভৃতি। আর ঈমান আনয়নকারী ব্যক্তিদের বলা হয় মুমিন। তাওহিদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ব্যক্তিদের মুমিন বলা হয়। ইসলাম মানে আনুগত্য, নিঃশর্ত আত্মসমর্পণ, ইসলাম গ্রহণ করা ইত্যাদি। মুসলিম মানে আনুগ্যতশীল বা অনুগত ব্যক্তি যিনি নামাজ, জাকাত, রোজা ও হজ্ব এবং আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলেন। মুমিন ও মুসলিম জন্মগত ও বংশীয় কোনো...