রমজান কাটুক প্রভুর সন্তুষ্টি লাভের প্রচেষ্টায়
মুমিন বান্দার জন্য রমযান মাস আল্লাহ তাআলার অনেক বড় নিআমত। তিনি এই মাসের প্রতিটি দিবস-রজনীতে দান করেছেন মুষলধারা বৃষ্টির মতো অশেষ খায়ের-বরকত। জাগতিক জীবনে পাথেয় লাভের বিশেষ সময়কাল থাকে। কৃষক যেমন অপেক্ষায় থাকেন কখন ফসল ফলানোর সময় আসবে। ব্যবসায়ী অপেক্ষায় থাকেন কবে আসবে নির্ধারিত মৌসুম। মৌসুমে যদি ব্যবসা করা যায়, ঠিক সময়ে যদি কার্যসিদ্ধি করা যায়, তাহলে বাকি সময়টা ফলভোগ...