মিথ্যারোপকারীদের পরিণতি
মিথ্যা বলা আর অন্যের ওপর মিথ্যা আরোপ করা উভয় গুনাহের কাজ এবং কবীরাহ গুনাহের অন্তর্ভুক্ত। আল কুরআনে মিথ্যারোপকারীদেরকে ভয়াবহ ধ্বংসের সংবাদ দেয়া হয়েছে। আল্লাহ তা’আলা বলেন : এদেরকে বলো, পৃথিবীর বুকে একটু চলাফেরা করো. তারপর দেখো মিথ্যারোপকারীদের পরিণতি কেমন ছিল। (সুরা আন’আম : ১১)। যে সব শক্তিশালী জাতি ও মানবগোষ্ঠী পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের প্রাচীন ধ্বংসাবশেষ ও...