আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ দান এবং মানবের সবচেয়ে বড় অপরাধ
মানুব জাতির জন্য মহান আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ দান হলো পবিত্র কুরআন। এ পবিত্র কিতাবই জান্নাতের পথ দেখায়। তাই যে কুরআন বুঝে ও অনুসরণ করে -সেই জান্নাতের পথে হিদায়েত পায়। সে ঘোষণাটি এসেছে পবিত্র কুরআনে : অতঃপর কীরূপে তোমরা প্রত্যাখান করবে সত্যকে যখন তোমাদের তেলাওয়াত করে শোনানো হয় কুরআনের আয়াত এবং তোমাদের মাঝে রয়েছেন তাঁর রাসূল। এবং যে আল্লাহকে (তথা তাঁর প্রদর্শিত...