চোখ ধাঁধিয়ে দেয় ১১০ ক্যারেট হিরা বসানো বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি
ঘড়ির পৃথিবী বদলে গিয়েছে। সে আর কেবলমাত্র সময়ের জানান দেয় না। আজ হাতঘড়ি মানে ফিটনেস কন্ট্রোলার। বিপি-সুগার-কোলেস্টরলের হিসেব রাখে। এমনকী স্মার্ট ওয়াচের দুনিয়ায় ঘড়ি মানে আস্ত কম্পিউটার। সেই সব ঘড়ির দাম আকাশছোঁয়া। আর এই ঘড়ির দাম অকল্পনীয়। হিরা-মণি-মুক্ত বসানো রাজকীয় ওই ঘড়ির দাম ৫৫ মিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় ৬০৪ কোটি টাকা। বিশ্বাস হয়? এটাই বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি?
বহুমূল্য হাত ঘড়ির...