পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম
বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি
হৃদয় পুড়ে, কয়লার রঙ
কেউ বোঝেনা পোড়া লাকড়ি আর পুড়েনা
বাতাস না এলে।
রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে
মরতে দেখি, বন্দুকের গুলিতে,
আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙ্গার শব্দ শুনি কানে।
বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায়
লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাঁগ।
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।
বুকে বাজে দামামার সুর, রণসঙ্গিতের আওয়াজ
পুড়ে পুড়ে ঝলসিত হয় হৃৎপি-,
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,
পতাকায় বাড়ে রক্তের পরিধি।
অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।
শক্তি
নবী হোসেন নবীন
লাশ চাই লাশ দেই লাশ ভালোবাসি
লাশের উপরে পা রেখে ক্ষমতায় আসি
লাশের সিঁড়ি বেয়ে নেমে যাই অনায়াসে
আমার কী যায় আসে!
আপন রক্তে লাশ ভাসে রাজপথে
রাজনীতি উড়ে চলে ক্ষমতার রথে।
মায়ের অশ্রুতে মুছে যায় রক্তের দাগ
লাশের মিছিলে ভাড়ে জনতার বিরাগ।
লাশের শক্তিতে ঘুরে ক্ষমতার চাকা
রক্তভেজা সোজা পথ হয়ে যায় বাঁকা।
আর কত লাশ চাও ক্ষমতা?
বলো একবারে দিয়ে দেবে জনতা
তবু ঘরে ঘরে বারবার
শোনতে চাই না আর
কোনো মায়ের আর্তচিৎকার।
জয় করতে পারিনি
রাজীব হাসান
আমি দূর্ভেদ্য অনেক কিছুই জয় করেছি
কেবল জয় করতে পারিনি আপনাকে
সমস্ত পৃথিবীতে আমার জায়গা হলেও
শুধু আপনার ওই ছোট মনে জায়গায় হয়নি।
কত পাহাড় সমুদ্র ভিজে গেছে এই চোখের জলে
কেবল ভিজাতে পারিনি আপনার মনকে
হিমালয় জয় করার চেয়ে বড় কঠিন হয়ে গেছে
আপনার পাথরের মত মনটা জয় করতে।
আপনার মনের দূর্ভেদ্য ও প্রাচীর ভেদ করে
আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম
তবে জানতাম না সে প্রাচীর ভেদ করা এতো সহজ নয়
আপনাকে পাওয়াও এতো সহজ নয়।
মনের টান
মাহমুদা আক্তার
এই মনের টানডা না খুব খারাপ, তরে ভুলবার চাইয়াও পারি না
কতবার ভাবি তরে এইবার ভুইলা যামু, তাও কেন জানি তুই আমার, মনের আয়নায় আইহা পড়স।
রাইতের বেলায় যহন তেলের কুপিডা জ্বালাই
চোখডা একবারের লাইগা বুইজ্যা থাহি,
মনে অয় চোখ মেললেই তোর দেহা পামু।
যহন চোখ মেইলা দেহি তুই নাই
চারধারে খালি আন্ধার আর আন্ধার
মনডা এক্কেরে মইরা যায়।
চান্দের আলোয় তোর মুখখান
দেখবার মন চায়, নয়নজলে ভাইসা মরি দিনে-রাতে
তাইতো তোরে ভুলবার চাই, বারবারে চেষ্টা কইরাও পারি না
এই মনের টানডার লাইগ্যা পারি না, দেয়ালে তোর ছবিখান হাতে নিয়া, কত কথা কই, কত স্বপন বান্ধি।
কবে আইবি তুই?
আইয়া আমার স্বপনগুলান
দিনের আলোর মতন হাছা কইরা দিবি?
এ কেমন টান?
অন্তরে অন্তরে পুইড়া অঙ্গার হইয়া মরি আমি!
মনের টানডা তুই বড়ই খারাপ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ