পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম

বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি
হৃদয় পুড়ে, কয়লার রঙ
কেউ বোঝেনা পোড়া লাকড়ি আর পুড়েনা
বাতাস না এলে।
রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে
মরতে দেখি, বন্দুকের গুলিতে,
আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙ্গার শব্দ শুনি কানে।
বুক এফোঁড় ওফোঁড় হয়ে যায়
লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাঁগ।
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।
বুকে বাজে দামামার সুর, রণসঙ্গিতের আওয়াজ
পুড়ে পুড়ে ঝলসিত হয় হৃৎপি-,
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,
পতাকায় বাড়ে রক্তের পরিধি।
অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।
শক্তি
নবী হোসেন নবীন
লাশ চাই লাশ দেই লাশ ভালোবাসি
লাশের উপরে পা রেখে ক্ষমতায় আসি
লাশের সিঁড়ি বেয়ে নেমে যাই অনায়াসে
আমার কী যায় আসে!
আপন রক্তে লাশ ভাসে রাজপথে
রাজনীতি উড়ে চলে ক্ষমতার রথে।
মায়ের অশ্রুতে মুছে যায় রক্তের দাগ
লাশের মিছিলে ভাড়ে জনতার বিরাগ।
লাশের শক্তিতে ঘুরে ক্ষমতার চাকা
রক্তভেজা সোজা পথ হয়ে যায় বাঁকা।
আর কত লাশ চাও ক্ষমতা?
বলো একবারে দিয়ে দেবে জনতা
তবু ঘরে ঘরে বারবার
শোনতে চাই না আর
কোনো মায়ের আর্তচিৎকার।
জয় করতে পারিনি
রাজীব হাসান
আমি দূর্ভেদ্য অনেক কিছুই জয় করেছি
কেবল জয় করতে পারিনি আপনাকে
সমস্ত পৃথিবীতে আমার জায়গা হলেও
শুধু আপনার ওই ছোট মনে জায়গায় হয়নি।
কত পাহাড় সমুদ্র ভিজে গেছে এই চোখের জলে
কেবল ভিজাতে পারিনি আপনার মনকে
হিমালয় জয় করার চেয়ে বড় কঠিন হয়ে গেছে
আপনার পাথরের মত মনটা জয় করতে।
আপনার মনের দূর্ভেদ্য ও প্রাচীর ভেদ করে
আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম
তবে জানতাম না সে প্রাচীর ভেদ করা এতো সহজ নয়
আপনাকে পাওয়াও এতো সহজ নয়।
মনের টান
মাহমুদা আক্তার
এই মনের টানডা না খুব খারাপ, তরে ভুলবার চাইয়াও পারি না
কতবার ভাবি তরে এইবার ভুইলা যামু, তাও কেন জানি তুই আমার, মনের আয়নায় আইহা পড়স।
রাইতের বেলায় যহন তেলের কুপিডা জ্বালাই
চোখডা একবারের লাইগা বুইজ্যা থাহি,
মনে অয় চোখ মেললেই তোর দেহা পামু।
যহন চোখ মেইলা দেহি তুই নাই
চারধারে খালি আন্ধার আর আন্ধার
মনডা এক্কেরে মইরা যায়।
চান্দের আলোয় তোর মুখখান
দেখবার মন চায়, নয়নজলে ভাইসা মরি দিনে-রাতে
তাইতো তোরে ভুলবার চাই, বারবারে চেষ্টা কইরাও পারি না
এই মনের টানডার লাইগ্যা পারি না, দেয়ালে তোর ছবিখান হাতে নিয়া, কত কথা কই, কত স্বপন বান্ধি।
কবে আইবি তুই?
আইয়া আমার স্বপনগুলান
দিনের আলোর মতন হাছা কইরা দিবি?
এ কেমন টান?
অন্তরে অন্তরে পুইড়া অঙ্গার হইয়া মরি আমি!
মনের টানডা তুই বড়ই খারাপ।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

রেস্তোরাঁয় হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি

লালপুরে থানা থেকে আসামি ছিনিয়ে নিল ছাত্রদলের নেতাকর্মীরা

ইসরায়েলী পণ্য বিক্রি করবে না বলে জানিয়ে দিলো সিলেটের যে প্রতিষ্টান !

দাগির বিশেষ প্রদর্শনীতে মজলুম ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদ

আলেমদের জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত তুরিনের নানা অপকর্মের ফিরিস্তি!

কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ-দোয়া

নরসিংদীতে জামায়াত-শিবিরের চাঁদা দাবির ঘটনা কাল্পনিক - দাবি জামায়াতে ইসলামীর

চীনের উত্থান ‘অপ্রতিরোধ্য’, মোড়লগিরি করতে করতে ক্লান্ত যুক্তরাষ্ট্র
পৃথিবীর মানচিত্রে ইসরাইলের অস্তিত্বের কোনো নৈতিক অধিকার নেই- শেখ জাহাঙ্গীর আলম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ইউরোপের ২৭ দেশের

সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে লাকসামে জামায়াতের স্বাগত মিছিল

তিস্তা প্রকল্প নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি মো. রবিউল ইসলাম

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্রদলে বিক্ষোভ মিছিল

মাদারীপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় মানহানি মামলা

কিংসকে হারিয়ে ফাইনালে দশজনের আবাহনী

ট্রাম্পকে প্রতিশোধমূলক শুল্ক চাপাতে নিষেধ করেছিলেন মাস্ক!

ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে-কাজী শিপন