আন্দ্রে ব্রেতো ও পরাবাস্তববাদের ইশতেহার
ফরাসি কবি আন্দ্রে ব্রেতো ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৬ সালে ফ্রান্সের নরম্যান্ডির একটি ছোট শহর টিনচেব্রে (ঞরহবনৎধপযব) দোকানদারদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। এই ফরাসিয়ান একাধারে কবি, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, সমালোচক এবং সম্পাদক, প্রধান প্রবর্তক পরাবাস্তববাদী আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মানসিক রোগের প্রতি বিশেষ আগ্রহ প্রদর্শন করে চিকিৎসা ও মনোরোগবিদ্যা অধ্যয়ন করেন, যদিও তিনি কখনও মনোবিশ্লেষক হিসাবে যোগ্যতা অর্জন করেননি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি...