ভাইসা যায়রে মানুষের সংসার
পোকামাকড়ের সংসার লইয়া চিন্তা কইরা লাভ নাই, প্রবল বর্ষণে পিঁপড়ার সংসার ভাইসা যায়, ডুগডুগি বাজায় গাছে বসে পিউকাঁহা, এত রঙ কইতরের? তারা দু’তলায় থাহে, কান্দে বাউলা নেউল, ব্যাঙেরও এত পানি ভালা লাগেনাফুড়ুত ফুড়ুত জমিদার চড়ুই! আনাইজ আনতে যায়, আসিফের মা, খালুজান ভাবে সবজির সংসার নাই, সারাবছর গলাগলি....কেবল পোকাদের সংসারে আগুন! আকাশ থেকে ঢেলে দিচ্ছে বাণী-ঘোষণা ভেসে আসে-মানুষের সংসারও ঠিক নাই,...