কষ্টের উপাখ্যান
কপোল জুড়ে অবিরত সিন্ধুর লোনাজলআস্তাকুড়ের জঞ্জালে ন্যাকড়া জড়ানো ভ্রুণনিষ্পাপ বেজায় অথচ নিষ্পেষিত বেওয়ারিশ কুকুরের ব্যস্ততা টানাটানিতে।পথশিশুর আর্তনাদ মিলিয়ে যায় উতপ্ত বাতাসেউত্তরের হিম হিরহির কাঁপন জাগায় বেওয়ারিশ প্রাণেপূঞ্জীভূত কষ্টের কালো মেঘগুলো অন্তর দগ্ধ করেনিদারুণ হতাশার ঘর্ষণে ক্ষয়ে যায় স্বপ্নের ভান্ডার।রক্তিম রুধির গ্রাস করে কষ্টের সুগভীর ক্ষতগুলো শরশয্যায় ধুকে ধুকে কাতরায় সীমাহীন দরিদ্রতাছাপিয়ে যায় অঙ্কুরিত সুখ অশ্বথসম ব্যথার কাছেনগ্ন ছিন্নতায় আবরণে আবদ্ধ...