কচুরিপানা
সেদিন সে রাস্তার ওপারেআমি তুমি হাত ধইরা ঝুলন্ত ট্রেনেদিনান্তের কচ্ছপ আইজ বাগাড়ে দিছে ডুবরা নাই সবজি বিক্রেতার মতো রইছে দিনফাঁকা আঙুলের পিথাগোরাস খুব বিচ্ছুটে-----চলো মইরা যাইওই কবরে লই ঠাঁই যেইনে কোনো যুদ্ধের হাঙ্গামা নাই, কিতাবের নাই উপদেশ। আছে খুব প্রেম। ওই তো কচুরিপানার প্রেমফুল। হুনছি বড়মা, একবারও জ্বর মাপার কাঠি মাপে নাইআমি মাপছি দেশের গভীরতাখালি পুকুর চুরি আর নর্তকীর ঢিলাঢালা...