নুরের কার্যালয়ে তালা, জিডি হচ্ছে
২০ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম
রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে নতুন কেচিগেট লাগানো হয়েছে। এছাড়া দলটির নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয়সহ জরুরি কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবে নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, কর্নেল মিয়া মশিউজ্জামান (অব.) আমাদের কার্যালয়ে গেটের সামনে নতুন আরেকটি কেচিগেট লাগিয়েছে। সেখানে গুন্ডাদের পাহাড়াদার হিসেবে বসিয়েছে। তাদের হাতে অস্ত্র রয়েছে, আমরা সেখানে গেলেই আমাদের ওপর হামলা করবে। নিরাপত্তাহীনতার কারণে আমরা এখনো কার্যালয়ে যাইনি। যারা কার্যালয়ে গিয়েছে তাদের মারধর করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন কেড়ে নিয়েছে। মিয়া মশিউজ্জামান আমাদের অফিস দিয়েছিল। তিনি এখন দল করেন না, তাই চুক্তি অনুযায়ী অফিস ভাড়া দেব। প্রথম দিকে তিনি নমনীয় ছিলেন, কিন্তু সরকারের বিভিন্ন ষড়যন্ত্রে আমাদেরকে নানাভাবে হয়রানি শুরু করেছেন।
তিনি আরও বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পল্টন থানায় যাচ্ছে। সেখানে জিডি করা হবে। যদি পুলিশ আমাদের সহযোগিতা করে তাহলে কার্যালয় প্রবেশ করব। আর যদি সহযোগিতা না করে তাহলে আমাদের রক্ত ও ঘাম দিয়ে কার্যালয়ে যেয়ে স্বাভাবিক কাজ চালাব। আমরা অফিস ভাড়া নিয়েছি, এখন যদি মালিক ভাড়া দিতে না চায় তাহলে চুক্তি অনুযায়ী ছয় মাস সময় দিক। সময় পেলে আমরা নতুন কোথাও অফিস ভাড়া নেব।
নুর বলেন, শুরু থেকেই এ মাফিয়া সরকার গণঅধিকার পরিষদকে নিয়ে ষড়যন্ত্র করছে। কখনো কখনো নানান ধরনের প্রলোভন দেখিয়েছে, কখনো কখনো হামলা-মামলা করেছে। বিভিন্ন সময়ে সমঝোতা করার চেষ্টা করেছে। সর্বশেষ নিবন্ধন নিয়ে সমঝোতা করার চেষ্টা করেছে। আমাদের বলা হয়েছিল আমরা যদি এই সরকারের অধীনে নির্বাচনে যাই তাহলে আমাদের রাজনীতিক দল হিসেবে নিবন্ধন দেবে। আমরা সমঝোতা করিনি বলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।
এদিকে এক ভিডিও বার্তায় মিয়া মশিউজ্জামান বলেন, ১৭ মাসের ভাড়া বাকি থাকার কারণে গণঅধিকার পরিষদের অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল এবং ছেড়ে দিতে বলা হয়েছিল। তারা সেটি শোনেনি। এজন্য প্রথমে তাদের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয় এবং মৌখিকভাবে তাদের অফিস ছেড়ে দেওয়ার জন্য ফের অনুরোধ করা হয়। তখন তাদের পক্ষ থেকে ফেসবুক লাইভে বা পাবলিক মিটিংয়ে আমার ওপর নানা রকম বিষোদগার করা হয়। এ ঘরের মালিকানা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এক পর্যায়ে নুর ঘোষণা দেয় যে, এটি তারা দখলে রাখবে। এছাড়া আমি জমির মালিকানা সম্পর্কিত দলিল হাজির করতে না পারলে তিনি এ ঘর ছাড়বে না বলে জানায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন