ইসলাম সওদাগরকে আইনের আওতায় আনার দাবি সিজেএফডি’র
২০ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকিদাতা, কুড়িগ্রাম-১ আসনের সরকারদলীয় এমপি’র ভাই ইসলাম হোসেন সওদাগরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ‘ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরাম’। সংগঠনের সভাপতি মো: সালাহউদ্দিন মিঠু এবং সাধারণ সম্পাদক ‘দি ফিন্যান্স টুডে’ সম্পাদক আজ (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। তারা বলেন, আর্থিক খাতসহ বিভিন্ন সেক্টরের দুর্নীতি উন্মোচনে নির্ভীক কলমযোদ্ধা সাঈদ আহমেদ। তাকে প্রাণনাশের হুমকি মুক্তমত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। তাই তাকে যিনি হুমকি দিয়েছে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ইনকিলাব সাংবাদিক, কুমিল্লা সাংবাদিক ফোরাম,ঢাকা (সিজেএফডি)ও সিনিয়র সহ-সভাপতি সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা,প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম,ঢাকা। সংগঠনের সভাপতি, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক মো:শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জানান। সংগঠনের যুগ্ম-সম্পাদক এম. মোশাররফ হোসাইন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পরিচ্ছন্ন, অনুসন্ধানী রিপোর্টার সাঈদ আহমেদ। তাকে প্রাণনাশের হুমকি প্রদান মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এ কারণে এ ঘটনার বিচার হওয়া প্রয়োজন। অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত: গত ১৭ জুলাই বিকেলে কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী ময়দান ডিগ্রি কলেজ, সোনাহাট হাইস্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইসলাম হোসেন সওদাগর সাঈদ আহমেদকে প্রাণনামের হুমকি দেন এবং অকথ্যভাষায় গালাগাল করেন। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের স্বার্থে কুড়িগ্রাম- ১ আসনের এমপি আসলাম হোসেন সওদাগরের ভাই ইসলাম হোসেনের সঙ্গে কথা বলতে চান প্রতিবেদক। এ লক্ষ্যে তিনি নিজের পেশাগত পরিচয় উল্লেখ করে ইসলাম হোসেনকে মুঠোফোনে এসএমএস পাঠান। পরে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোন রিসিভ করলে ইসলাম হোসেনকে সংবাদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। এতে সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। সাঈদ আহমেদকে ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’ মর্মে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। ওই দিনের এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোতে নিন্দার ঝড় বইছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন