গ্রেফতার সেই পাষাণী মা
১৩ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৬ পিএম
সন্তানের পায়ে পলিথিন বেঁধে তাতে আগুন ধরিয়ে দিতেন তিনি। একপর্যায়ে পলিথিনে দগদগে ঘা সৃষ্টি হতো পায়ে। সেই ক্ষত দেখিয়ে বেশি ভিক্ষা পেতো ১১ বছরের শিশু। অগ্নিদগ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করা সন্তানের ভিক্ষার সেই টাকা দিয়ে জুয়া খেলতেন মা। নিজের সন্তানকে এভাবে ভিক্ষার উপযোগী করে গড়ে তোলা সেই পাষাণী মাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ভয়ঙ্কর ওই নারীর নাম হোসনে আরা। গতকাল সোমবার রাঙামাটি সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেয় পিবিআই চট্টগ্রাম মেট্রোর একটি বিশেষ দল। শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের অপরাধে শিশু আইন ২০১৩-এর ৭১ ধারায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় গত বছরের ১৯ নভেম্বর মামলাটি করেন ওই থানার উপ-পরিদর্শক নুরুল আলম।
এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-৭ এর বিচারক ফেরদৌস আরা পাঁচলাইশ থানা-পুলিশকে শিশুটির মায়ের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পিবিআইয়ের একজন পরিদর্শককে দিয়ে তদন্তের আদেশ দেন আদালত।
এখন মামলাটির তদন্ত করছেন পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মর্জিনা আক্তার। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। গত বছরের ২৭ এপ্রিল হোসনে আরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন। এতে বলা হয়, নগরীর পাঁচলাইশ বদনাশাহ মাজারের সামনে থেকে তার মেয়েকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এতে আসামি করা হয় মেয়েটি যে বাসায় কাজ করত, সেই বাসার রাশেদুল আলম ও তার স্ত্রী ফারজানা আলী চৌধুরীকে। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
এরপর মেয়েটি গত বছরের ১ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের খাস কামরায় জবানবন্দি দিয়েছেন। তাতে মেয়েটি বলেছে, নগরীর প্রবর্তক মোড় বদনা শাহ মাজার গেটে সে মায়ের সঙ্গে ভিক্ষা করত। বেশি ভিক্ষা পেতে হোসনে আরা বেগম মেয়েটির পায়ে পলিথিন পেঁচিয়ে পুড়িয়ে ক্ষত করে দিতেন। আর ভিক্ষার টাকায় তিনি জুয়া হিসেবে ছক্কা (লুডু) খেলতেন। ছোট ভাইয়ের চিকিৎসার জন্য হোসনে আরা বেগম গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েটিকে একটি বাসায় কাজে দেন। পরে আবার তাকে ভিক্ষা করার জন্য নিয়ে আসতে চান। কিন্তু মেয়েটি মায়ের কাছে যেতে চায়নি। আর এজন্য যাদের বাসায় কাজ করতে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে দেন ওই নারী।
তদন্ত শেষে পিবিআই চট্টগ্রাম মেট্রো উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদুজ্জামান চৌধুরী আদালতে প্রতিবেদন জমা দেন গত সেপ্টেম্বর মাসে। এতে বলা হয়, শিশুটিকে অপহরণের অভিযোগ করা হলেও ঘটনাস্থলের সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে ওই দম্পতির কাছে তুলে দেন হোসনে আরা বেগম। এ কারণে ওই দম্পতি জড়িত নন। এরপর আদালত পাঁচলাইশ থানা-পুলিশকে হোসনে আরার বিরুদ্ধে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করায় মামলা করতে নির্দেশ দেন। ১১ বছর বয়সী শিশুটি বর্তমানে চট্টগ্রামের ফরহাদাবাদে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনকেন্দ্রে (সেফ হোম) রয়েছে। গ্রেফতার হোসনে আরাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পিবিআই কর্মকর্তা মর্জিনা আক্তার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল