বিদেশি প্রজাতির মাছে বাজার ছেয়ে গেছে
১১ জুন ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
শেরপুর জেলা (উত্তর) বাজারগুলো ভরে গেছে খামারের বিদেশি প্রজাতির মাছে। দেশীয় প্রজাতির মাছ না পাওয়ায় মৎসজীবীরা হয়ে পড়ছে কর্মহীন। পাহাড় অঞ্চলের বিল ও নদীতে পানি না থাকায় বাজারগুলোতে আসছে না দেশি জাতের মাছ। এতে কর্মহীন হয়ে পড়ছেন মৎসজীবীরা। তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা।
সংশ্লিষ্টরা বলছেন, বিল ও নদীতে পানি না থাকায় ও মা মাছ শিকার করায় দেশী প্রজাতির মাছের সঙ্কট দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলে শুকিয়ে যাওয়া বিল ও নদীতে কিছু দেশি মাছ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবড়ীসহ অপরাপর উপজেলার কোনো ছোট বড় বাজারেই দেশি মাছ পাওয়া যাচ্ছে না। দেশি মাছের জায়গা দখল করে নিয়েছে খামারের বিদেশি প্রজাতির মাছ। মৎস্য খামারে উৎপাদিত মাছের মধ্যে শিং, মাগুর, তেলাপিয়া, পাবদা, পাঙ্গাশ, কই, কার্প ইত্যাদি মাছই এখন ভোক্তাদের ভরসা। দেশি মাছ না পাওয়ায় এক রকম বাধ্য হয়েই এসব মাছে নিজেদের চাহিদা মেটাচ্ছেন তারা। মূল্যেও দিতে হচ্ছে চড়া। হঠাৎ দেশি মাছ পাওয়া গেলেও দাম নাগলের বাইরে।
জেলে ও সাধারণ মৎস্য ব্যবসায়ীরা জানান, এ কারণেই তারা খুব চিন্তিত। বিল ও নদীগুলো এখন পর্যন্ত পানিতে ভরে উঠেনি। নদী ভরে পাড় ডিঙিয়ে তারপর পানি খাল বিলে প্রবেশ করে। এরপর খাল-বিলে, ঝড়না ও নদীতে জাল ফেলা যায়। মাছ উঠলে তাদের লাভ, ক্রেতারাও লাভ করেন। মাছ পাওয়া গেলে কম দামে বিক্রি করা যায়। মাছ কম হলেও বাজারে মাছের দাম বেশি থাকে। না পেলেই ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দেয়।
শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাগণ দৈনিক ইনকিলাবকে বলেন, উজান থেকে নেমে আসা বালি ও পলিতে নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় এবং পানি চলাচলের জায়গায় অবৈধ বাঁধ নির্মাণের কারণে মাছের বংশ বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশি প্রজাতির মাছ কমে যাচ্ছে। এছাড়া ডিমওয়ালা মাছ ও পোনা নিধন বন্ধ করতে হবে। তবে জলবায়ু পরিবর্তনও দেশীয় মাছ না পাওয়ার অন্যতম কারণ। এছাড়া কারেন্ট জাল বের হওয়ার পর থেকেই দেশি মাছের ওপর আক্রমণ বেড়ে গেছে। এই জাল দিয়ে গ্রামের মানুষ ও মৎস্যজীবীরা মাছের পোনা অবাধে শিকার করে থাকেন। এ কারণে দেশি প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে বলে পর্যবেক্ষক মহল মনে করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স