জামায়াতকে কর্মসূচি করতে দেয়ার বিষয়টি বিস্ময়কর
১১ জুন ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে দীর্ঘদিন পর কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর। জামায়াত যখন অনুমতি চাইতে গেল তাদের আটক করা হলো। আবার দেড় ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হলো। আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এসব বিষয় বিস্ময়কর।
রাজধানীর তোপখানা সড়কে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি শেষ হওয়া দিনাজপুর অভিমুখী রোডমার্চ কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলন থেকে লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি–সংকট সমাধানের দাবিতে ১৯ জুন জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তবর্তী সরকারের অধীন জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ রোডমার্চ করে। ৪ থেকে ৭ জুন পর্যন্ত এ রোডমার্চ হয়।
জামায়াতের গত শনিবারের কর্মসূচি প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিরোধী দলের যেসব আন্দোলন হচ্ছে, তা সরকার ‘পুরোনো জামায়াতি সন্ত্রাস ব্র্যান্ডিং’ বলে চালাতে চাইবে। কিন্তু জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার ফিরে আসবে। এর মাধ্যমে কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এসব তাদের পুরোনো কৌশল।
সংবাদ সম্মেলনের শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে আমাদের রোডমার্চের কর্মসূচিতে বিভিন্নভাবে বাধা, হামলা ও আক্রমণ করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। একই সঙ্গে লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি–সংকট সমাধানের দাবিতে ১৯ জুন জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, রোডমার্চে মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন ছিল। মানুষ এখন মুক্তি চায়।
সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বক্তব্য দেয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি