মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র নয়, জনগণের কাছে জবাবদিহি করুন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৮ জুন ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কাছে নয়, দেশের জনগণের কাছে জবাবদিহি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন যে, ‘যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে, করুক, আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমরাও করতে পারি।’ উত্তর কি দেব বলেন? এখন আপনারাও (সরকার) ভিসা নীতি করেন না দেখি। এটা ভিসা নীতিরও প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি নয়, আমাদের জনগণের কাছে জবাবদিহি করছেন কি না বলেন। এটাই যথেষ্ট।

গতকাল রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‹চির ভাস্বর শহীদ জিয়া, জ্যোতির্ময় খালেদা জিয়া, দীপ্তিমান তারেক রহমান› গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ভিসা নীতির প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। গ্রন্থের লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর একেএম মতিনুর রহমান ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল হাসনাত মো. শামীম।

জনগণের ওপর অত্যাচার চালিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণ বলছে, আমি ভোট দিতে পারছি না। জনগণ বলছে, আমার ওপর অত্যাচার হচ্ছে-নির্যাতন হচ্ছে, অন্যায়ভাবে আমার কাছ থেকে ট্যাক্স আরোপ করে টাকা নিয়ে যাচ্ছে, আদালতে গেলে আমি ন্যায় বিচার পাই না, এ বিষয়গুলো আজকে বড় সমস্যা।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা কি গণতন্ত্র দেবে? এরা বার বার করে বলে যে, আমরা নির্বাচন দিচ্ছি তো, একটা ভালো নির্বাচন হবে কথা দিচ্ছি। আরে মানুষ বিশ্বাস করবে কি করে তোমাদের, তোমরা নিরপেক্ষ নির্বাচন দেবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোন দিন ভালো নির্বাচন করেছে? কোনো দিন না। দেখুন প্রত্যেকটা নির্বাচন- এমন কি ‹৭৩ সালে তারা একই ঘটনা ঘটিয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় বাকশাল করা হয়েছে। দুঃশাসনের কারণে সেদিনও দুর্ভিক্ষ হয়েছে। এখন ১৪ বছর ধরে স্টিম রোলার চালাচ্ছে বাংলাদেশের মানুষের ওপরে।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকে বলে যে, আমরা নাকি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না। মাঝে মধ্যে বিদেশিরা আমাদের ডাকেন। জানতে চান যে, দেশে কি হচ্ছে? তোমরা কি করছ? যেকোনো দেশ এগুলো জানতে চাইবে আর যারা গণতন্ত্রের বিশ্বাস করে তারা জানতে চাইবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে যে, পৃথিবীতে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তারা তাদের কাজ করছে। কোথায় গণতন্ত্র নেই সেকথা তারা বলে দেন, তাদেরকে গণতন্ত্রের সম্মেলনে ডাকেন না, তাদের স্যাংশন দেন।

বাংলাদেশের অবস্থা তুলে ধরে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আমরাই মনে করি যে, এখানে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এখানে ভোটের অধিকার দেওয়া হচ্ছে না, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আজকে দেখেন পত্রিকায় আছে, একজনকে নিয়ে গেছে, নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে ডিবি। এখন হাসপাতালে দিয়ে এসেছে। দুইদিন আগে চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে ছাত্র দলের মেয়েরা এসেছিল। সমাবেশে শেষে মিরসরাইতে ফিরে যাওয়ার পথে অটোরিকশা থামিয়ে ছাত্রলীগ-যুব লীগের ছেলেরা তার ওপর অত্যাচার করেছে। কয়েক ঘণ্টা একটা বাসায় আটকে রেখেছে। তার মা খোঁজ পাওয়ার পর যখন গেছেন তখন তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানাওয়ালা করেছে কী? তারা একটা পুরোনো মামলায় তাকে আসামি করে জেল হাজতে আটকে রেখেছে, পরেরদিন আদালতে দিয়েছে। আর আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এটাই হচ্ছে বিচার ব্যবস্থা। সম্পূর্ণ অন্যায়ভাবে একটা মেয়েকে আটক করে নির্যাতন করে তাকে আবার কারাগারে পাঠায়। এই রাষ্ট্রে এই সমাজে কি করে গণতন্ত্রের কথা বলবেন, কি করে এখানে নিজের অধিকারের কথা বলবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা এই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে মেরে ফেলেছে তারা সবাই আওয়ামী লীগের লোক। এই বিষয়গুলো আমরা বলছি, আমাদের সাংবাদিক ভাইয়েরা বলছেন, কিন্তু তাদের (সরকারের) কানে যাচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে ও প্রফেসর আবদুল হাসনাত মো. শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং বইয়ের লেখক প্রফেসর একেএম মতিনুর রহমান বক্তব্য রাখেন।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ